মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন অভিবাসন নীতিকে সাধুবাদ সুন্দর পিচাই এবং টিম কুকের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/01/2021   শেষ আপডেট: 24/01/2021 5:49 a.m.
-

তারা দুজনেই আশা রেখেছেন, জো বাইডেনের নীতি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি আবারও উন্নত করে তুলবে

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এর অভিবাসন নীতি সম্প্রতি স্বীকৃতি পেয়ে গেল আমেরিকার আইটি কোম্পানি গুগল এবং অ্যাপেলের থেকে। তারা একটি ঘোষণার মাধ্যমে জানিয়ে দিল, এই নতুন পদক্ষেপের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি আরো ভালো হবে। নতুন নীতি চাকরির সুযোগ করে দেবে এবং বিশ্বের সবথেকে বেশি বুদ্ধিমানদের অনেকটা বেশি সুবিধা কর দেবে। এই প্রসঙ্গে অ্যাপেল এর সিইও টিম কুক জানিয়েছেন,"যুক্তরাষ্ট্রের কমিউনিটি গুলির উন্নয়নের জন্য এই নতুন পদক্ষেপ অত্যন্ত কার্যকরী হবে।"

অন্য টুইটে গুগলের সিইও সুন্দর পিচাই বলেছেন,"করোনাভাইরাস নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তকে সমীহ করছি। গুগল এই সমস্ত বিষয়ের উপর অতিরিক্ত জোর দিচ্ছে বর্তমানে। আমরা আশা রাখবো, গুগল এই নতুন প্রশাসনের সঙ্গে ভালোভাবে সামঞ্জস্য রেখে কাজ করতে পারবে। আশা করছি এই নতুন প্রশাসন আরো ভালো সিদ্ধান্ত গ্রহণ করবে এবং মার্কিন অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবো। উল্লেখ্য, ভারত এবং চীনের মতো দেশে মাইক্রোসফট, গুগল এবং অ্যাপল এর মত আইটি কোম্পানির বেশকিছু কর্মকর্তা রয়েছেন। তাই এই পরিস্থিতিতে, সুন্দর পিচাই এবং টিম কুকের জো বাইডেনের পাশে দাঁড়ানো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।