ওমিক্রনকে 'মৃদু' ভাবার আর অবকাশ নেই : জোরাল সওয়াল হু প্রধানের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/01/2022   শেষ আপডেট: 07/01/2022 8:54 a.m.
-

ওমিক্রনের দ্রুত সংক্রমণে চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনার (Covid-19) নয়া প্রজাতি ওমিক্রন নিয়ে ফের সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। যেভাবে গোটা বিশ্বে প্রতিদিন আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুহার বাড়ছে তাতে ওমিক্রনকে 'মৃদু' বলার আর কোন অবকাশ নেই। বৃহস্পতিবার এক বিবৃতি মারফত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধনম ঘেব্রেইসাস (Tedros Adhanom Ghebreyesus) জানিয়েছেন, করোনার আগের স্ট্রেন ডেল্টার মতোই ওমিক্রন গোটা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে। সঙ্গে আগের স্কুল স্ট্রেন ডেল্টা তো আছেই। হাসপাতাল গুলিতে ভিড় উপচে পড়ছে। আর ওমিক্রনকে মৃদু বলার অবকাশ নেই।

উল্লেখ্য, আগেই অনেকেই বলছিলেন, ওমিক্রন ডেল্টার চেয়ে অতি সংক্রামক হলেও ততটা মারাত্মক নয়। এর কারণ হিসেবে বলা হয়েছিল যেহেতু বিশ্বের একটা বড় সংখ্যক মানুষ কোভিড টিকা নিয়েছিলেন, তাই এতটা সংক্রামক হয়ে উঠবে না ওমিক্রন। যদিও যত দিন এগোচ্ছে ওমিক্রনের ভয়াবহতা ক্রমশ প্রকাশ্যে আসছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, যাঁরা ইতিমধ্যেই করোনার টিকা নিয়েছেন, তাঁদের শরীরে ওমিক্রন ততটা প্রভাব ফেলতে পারেনি ঠিকই, তবে এর অর্থ ওমিক্রনকে অবহেলা নয়। যেভাবে গোটা বিশ্বে প্রতিদিন মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাতে বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থাকে যেকোন মুহূর্তে সুনামির মতো নাড়িয়ে দিতে পারে ওমিক্রন।

এদিন তিনি আরও উল্লেখ করেন, ওমিক্রনকে করোনার শেষ ধরে নেওয়ার কোন কারণ নেই। সতর্ক না হলেও ওমিক্রনের চেয়েও মারাত্মক কিছু আসতে পারে। কোভিড বিধি মেনে চলার পাশাপাশি টিকাকরণে জোর দেওয়ার কথা বলেছেন তিনি। এখনও বিশ্বের বহু দেশের মানুষ টিকা পাননি। টিকার সুষম বন্টন না হলে গোটা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা যে ভেঙে পড়তে পারে এমন কথা বলেছেন তিনি। সচেতন হলে একটু সাবধানতা অবলম্বন করলেই রুখে দেওয়া সম্ভব করোনাকে এমন কথা বলেছেন তিনি।