Taliban in Afganisthan: বোরখা না পরায় গুলি করে খুন মহিলাকে, নিষ্ঠুরতা শুরু তালিবান জঙ্গিদের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/08/2021   শেষ আপডেট: 18/08/2021 5:26 p.m.
instagram.com/ishrglobal

মুখে শান্তির কথা বললেও নিষ্ঠুরতা শুরু করেছে তালিবান জঙ্গী সংগঠন

বিশ্বজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আফগানিস্তানে (Afganisthan) তালিবানি শাসন। ১৫ আগস্ট তালিবানি জঙ্গিরা আফগানিস্তানের রাজধানী কাবুলে (Kabul) প্রবেশ করে দখল করে নিয়েছে গোটা দেশ। প্রথমে দখল করার পর তালিবানি যোদ্ধারা দাবি করেছিল তারা রক্তপাত ছাড়াই ক্ষমতার হস্তান্তর চায়। এমনকি অনেকেই দাবি করছিলেন যে নতুন তালিবান আগের মতো নিষ্ঠুর এবং অসহিষ্ণু নয়। তবে কিছু সময় যেতেই নিজ মূর্তিতে সামনে এল আফগানিস্তানের তালিবানি জঙ্গিগোষ্ঠী। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার বোরখা না পরার অপরাধে গুলি করে খুন করা হয়েছে এক মহিলাকে। ঘটনাটি ঘটেছে তখর প্রদেশে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে এক তালিবানি জঙ্গি বোরখা না পরার অপরাধে তরুণীকে গুলি করে হত্যা করেছে এবং মৃতদেহ থেকে রক্তের বন্যা বইছে। তাঁর পরিবারের সদস্যরা সেই দেহ ঘিরে শোকে ভেঙে পড়েছেন। এই মর্মান্তিক ভিডিও দাবানলের মত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়।

অন্যদিকে আজ অর্থাৎ বুধবার জালালাবাদে রাস্তায় প্রতিবাদীদের ওপর তালিবানের গুলি চালানোর ঘটনা ঘটেছে। জানা গিয়েছে একদল প্রতিবাদী দাবি জানিয়েছিল যে অফিস বা অন্যত্র যে সমস্ত জায়গায় তালিবানের পতাকা লাগানো হয়েছে তা সরিয়ে আফগানিস্তানের পতাকা লাগাতে হবে। এরপরই তালিবান জঙ্গিরা ওই প্রতিবাদীদের ওপর গুলি চালায়। এই ঘটনার নিউজ কভারেজ করতে এলে সাংবাদিকদের মারধর করে জঙ্গিরা। অবশ্য গুলি চালালেও কারোর মৃত্যু হয়নি। এছাড়া সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ব্যাপক পরিমাণে যেখানে দেখা গিয়েছে বিনোদন পার্কে ঢুকে তালিবান জঙ্গিরা বন্দুক কাঁধে নিয়ে বিভিন্ন রাইডে চড়ে উল্লাস করছে। এছাড়া অন্য একটি পার্কে বিভিন্ন ধরনের মূর্তি সাজানো থাকায় তারা পার্কে আগুন লাগিয়ে দেয়। এই সমস্ত ঘটনা প্রমাণ দিচ্ছে তালিবান মুখে যতই শান্তির কথা বলুক না কেন তারা তাদের স্বভাবসিদ্ধ নিষ্ঠুরতা বজায় রাখবে।