Russia Ukraine War: চাপ বাড়ল রাশিয়ার, রাশিয়াকে বয়কট করল একাধিক সংবাদমাধ্যম

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/03/2022   শেষ আপডেট: 05/03/2022 10:03 a.m.
https://twitter.com/DrAlakbarov

রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে ফের ভোট দিল না বন্ধু ভারত

দিন দিন রাশিয়া ইউক্রেন (Russia-Ukraine) সংকট ক্রমশ জোরাল হয়ে উঠছে। পরিস্থিতি সামাল দিতে দুই পক্ষের মধ্যে সমঝোতার কোন পরিস্থিতি তৈরি হয়নি, বরং প্রতিদিন দুই দেশের রাজনৈতিক এবং সামাজিক পরিবেশ আরও সংকটজনক হয়ে উঠছে। রাষ্ট্রসংঘে (UN) গোটা বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু কোন সমাধান সূত্র তৈরি হয়নি।

ফের রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোটদানে বিরত থাকল ভারত। তবে ইউক্রেন এবং রাশিয়ার সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল ভারত। বর্তমানে ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে রাষ্ট্রসংঘে প্রস্তাব ওঠে। এই নিয়ে ভোটাভুটিতে ফের রাশিয়ার বিরুদ্ধে গেল না ভারত। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ৩২ টি। সেই হিসেবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ ব্যবস্থা নিতে পারে, কিন্তু সরাসরি রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার তেমন কোন পরিস্থিতি তৈরি হয়নি।

এদিকে রুশ আগ্রাসন অব্যাহত। ধীরে ধীরে ইউক্রেনের একাধিক শহর ঘিরে ফেলছে পুতিন বাহিনী। কিয়েভ, খারকিভ-সহ একাধিক শহরে রুশ সেনার দাপট শুরু হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ইউক্রেনের মারিয়াপোল শহর ঘিরে ফেলেছে রুশ সেনা। শহরের বিভিন্ন প্রান্তে রুশ বাহিনীর আগ্রাসনের চিত্র বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে এসেছে।

রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামেনি আমেরিকা। তবে ঘুরপথে রাশিয়ার মেরুদন্ড ভাঙতে উঠে পড়ে লেগেছে আমেরিকা। এবার রাশিয়াকে বয়কট করল একাধিক সংবাদমাধ্যম। সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে তাদের সাংবাদিকদের। আমেরিকার একাধিক সংবাদমাধ্যম সেই পথে হাঁটছে। পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে চাপ বাড়াতে আমেরিকা সব ধরণের চেষ্টা চালাচ্ছে।