পাকিস্তানে ভাঙচুর হিন্দু গণেশ মন্দির, সরকার সংস্কার করে দেবে বলে ঘোষণা ইমরান খানের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/08/2021   শেষ আপডেট: 06/08/2021 2:32 p.m.
ইমরান খান ছবি সংগৃহীত

ইমরান খান দোষীদের দ্রুত গ্রেপ্তারির নির্দেশ দিয়েছেন

গত বুধবার পাকিস্তানের (Pakistan) পঞ্জাব প্রদেশের রহিম আর খান জেলার ভঙ শহরে একদল জনতা হামলা চালায় হিন্দু গণেশ মন্দিরের ওপর। ভাঙচুরের জেড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ওই মন্দিরের। ফের পাকিস্তানের মাটিতে আক্রান্ত হয় সংখ্যালঘু হিন্দুরা। এই গণেশ মন্দিরে (Ganesh Mandir) হামলা ও ভাংচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিদেশমন্ত্রক। তলব করা হয়েছে পাক কূটনীতিককে। বুধবার ঘটনার পর বৃহস্পতিবার পাকিস্থানে বসবাসকারী হিন্দুরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। অন্যদিকে হিন্দু মন্দির ভাঙার ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ফলে তা দ্রুত ছড়িয়ে পড়ে ভারতেও। এতে পাক সরকারের অস্বস্তি আরও বেড়ে যায়। চাপের মুখে পড়ে গতকালই টুইট করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)।

গতকাল বৃহস্পতিবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান টুইট করে বলেছেন, "পঞ্জাব প্রদেশে গণেশ মন্দিরে হামলার ঘটনার তীব্র নিন্দা করছি। আইজি পঞ্জাবের সঙ্গে কথা হয়েছে। দোষীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি। পুলিশের তরফ থেকে কোনো গাফিলতি হলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সরকার মন্দিরটি আবার নির্মাণ করে দেবে।" ইমরান খানের টুইটের কিছুক্ষণ পরেই পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গুলজার আহমেদ বিষয়টি নিয়ে স্বতপ্রণোদিত মামলা করেছেন। ওই মামলায় আজ অর্থাৎ শুক্রবার পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী এবং ইন্সপেক্টর জেনারেলকে তলব করা হয়েছে।