Oscars 2022: সেরা অভিনেতা উইল স্মিথ, সেরা অভিনেত্রী জেসিকা চেস্টিন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/03/2022   শেষ আপডেট: 28/03/2022 11:07 a.m.
https://instagram.com/theacademy

তথ্যচিত্র বিভাগে ভারতে 'রাইটিং উইথ ফায়ার' মনোনীত হলেও জিততে পারল না পুরস্কার

ভার্চুয়াল নয়, লস অ্যাঞ্জেলসের (Los Angeles') ডলবি থিয়েটারে (Dolby Theatre) অনুষ্ঠিত হল এবারের অস্কার (Oscars 2022) অনুষ্ঠান। ঝাঁ চকচকে পরিবেশে সেই আগের মতোই ৯৪ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর সাক্ষী থাকল গোটা দুনিয়া। করোনার কারণে গতবারের অনুষ্ঠান ততটা ছাপ ফেলতে পারেনি। তবে অতিমারী পরিস্থিতি কাটিয়ে অনেকটাই সুস্থ পৃথিবী। তাই এবারের অস্কার অনুষ্ঠান ছিল রীতিমতো চোখে পড়ার মতোই।

সাধারণত অস্কারের অনুষ্ঠান প্রতি বছর ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চের প্রথম সপ্তাহে হয়ে থাকে। এ বছর অতিমারীর কারণে কিছুটা পিছিয়ে অবশেষে শেষ হল অস্কার দৌড়। সেরা অভিনেতার শিরোপা জিতে নিলেন উইল স্মিথ (Will Smith)। আর সেরা অভিনেত্রীর মুকুট জেসিকা চেস্টিনের (Jessica Chastain)।

দেখে নেওয়া যাক এবারের অস্কারের তালিকা :

● সেরা অভিনেতা : উইল স্মিথ (কিং রিচার্ড)

● সেরা অভিনেত্রী : জেসিকা চেস্টিন (দ্য আই অফ টেমি ফে)

● সেরা সহ-অভিনেতা : ট্রয় কোটসুর (কোডা)

● সেরা সহ-অভিনেত্রী : আরিয়ানা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি)

● সেরা ছবি : কোডা (পরিচালক - সিয়ান হিডর)

● সেরা পরিচালক : জেনে ক্যাম্পিয়ন (পাওয়ার অব দ্য ডগ)

● সেরা ডকুমেন্টরি ছবি : সামার অব সোল (পরিচালক - আহমির থমসন)

● সেরা বিদেশি ছবি : ড্রাইভ মাই কার (জাপান)

● সেরা সম্পাদনা : জো ওয়াকার (ডুন)

এবারের অস্কার অনুষ্ঠানে রাশিয়া-ইউক্রেন সংকটের কথা উঠে এসেছে। দ্রুত সমস্যা মিটিয়ে দুই দেশে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি আফগানিস্তানের পরিস্থিতি নিয়েও অনেকটাই কথা বলেছেন। অনুষ্ঠানের শুরুতে পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলার ছবি 'গডফাদারে'র (The God Father) পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সম্মান জানানো হয়।

তথ্যচিত্র বিভাগে ভারত থেকে মনোনীত হয়েছিল 'রাইটিং উইথ ফায়ার' (Writing with Fire)। বাঙালি পরিচালক সুস্মিত ঘোষ ও রিন্টু থমাসের ছবি। যদিও শেষমেশ এই বিভাগে পুরস্কার জিতে নেয় মার্কিন তথ্যচিত্র 'সামার অব সোল' (Summer of Soul)। নজর কাড়ল 'ডুন' (Dune) ছবিটি। একাই ৭ টি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে।