ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধে নতুন সংযোজন, এবার লেবাননের সঙ্গে যুদ্ধ ইজরায়েলের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/05/2021   শেষ আপডেট: 19/05/2021 7:53 a.m.
লেবানন, ইজরায়েল এবং প্যালেস্টাইন

ইজরায়েল এবং লেবাননের মধ্যে চলছে প্রবল গুলি বোমা বর্ষণ

ইজরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যে যুদ্ধ চলছে তাতে একেবারে উত্তাল হয়ে রয়েছে মধ্যপ্রাচ্য এবং সংলগ্ন দেশগুলো। এবারে, শুধুমাত্র প্যালেস্টাইন নয়, লেবাননের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করেছে ইসরায়েল। ইসরাইল সীমান্তে একে অপরকে লক্ষ্য করে গুলি এবং বোমাবর্ষণ করছে ইজরায়েল এবং লেবানন। এই যুদ্ধকে কেন্দ্র করে আরো একবার বড়োসড়ো সংঘর্ষের আশঙ্কা রয়েছে। ইজরায়েল সেনা জানিয়েছে, লেবানন তাদের দিকে ৬টি রকেট নিক্ষেপ করেছিল যার মধ্যে একটাও সীমান্ত অতিক্রম করতে পারেনি।

অন্যদিকে লেবাননের অভিযোগ, ইজরায়েল বরাবর তাদের দিকে গোলাবর্ষণ করে চলেছে। লেবানন জানিয়েছে ইতিমধ্যে ২২টি বোমা নিক্ষেপ করেছে ইজরায়েল। একদিকে তো প্যালেস্টাইনের সঙ্গে ইজরায়েলের এরকম যুদ্ধ পরিস্থিতিতে উত্তাল সমগ্র মধ্যপ্রাচ্য। এবারে আবার নেতানিয়াহুর দেশের সঙ্গে যুদ্ধে জড়ালো লেবানন। তবে গাজায় এবারে ইজরাইল সেনার আক্রমণ কিছুটা হলেও কমেছে। গত একদিনে গাজায় রকেট হামলায় এখনো পর্যন্ত কোন প্যালেস্টাইন বাসিন্দার মৃত্যুর খবর সামনে আসেনি। তবে মোটামুটি সাড়ে ৪০০টি বাড়ি ভেঙে গিয়েছে প্যালেস্টাইনের। প্যালেস্টাইনের ছোঁড়া রকেটে খুব একটা ক্ষতি হয়নি ইজরায়েলের।