আবারও জনপ্রিয়তার নিরিখে দেশনেতাদের মধ্যে শীর্ষে মোদী, ষষ্ঠ বাইডেন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/02/2022   শেষ আপডেট: 07/02/2022 11:52 a.m.
নরেন্দ্র মোদী এবং জো বাইডেন Twitter.com/narendramodi

টানা তিন বছর খেতাব মোদীর কব্জাতেই

দেশের বাকি দেশনেতাদের পিছনে ফেলে আবারও জনপ্রিয়তার নিরিখে শীর্ষস্থান নিজের কব্জাতেই রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সংস্থা প্রকাশিত তালিকায় দেখা গিয়েছে, মোদীর অ্যাপ্রুভাল রেটিং (Approval rating) ৭২ শতাংশ, যা বাকি দেশনেতাদের থেকে অনেকটাই বেশি।

মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) তথ্য গবেষণা সংস্থা মর্নিং কন্সাল্ট (Morning Consult) সম্প্রতি দেশনেতাদের অনুমোদন সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। রেটিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন (Joe Biden) রয়েছেন ষষ্ঠ স্থানে। অন্যদিকে তালিকায় ইংল্যান্ডের (England) প্রধানমন্ত্রী বরিস জনসনের (Boris Johnson) স্থান ত্রয়োদশতম।

তালিকায় প্রকাশিত প্রথম ১৩ দেশনেতাদের অনুমোদন রেটিং তালিকা –

নরেন্দ্র মোদী (ভারত) – ৭২%

আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ও’ব্রাডর (মেক্সিকো) – ৬৪%

মারিও দ্রাঘি (ইতালি) – ৫৭%

ফুমিও কিশিদা (জাপান) – ৪৭%

ওলাফ স্কোলজ (জার্মানি) - ৪২%

জো বাইডেন (আমেরিকা) – ৪১%

মুন জাই-ইন (দক্ষিণ কোরিয়া) – ৪১%

স্কট মরিশন (অস্ট্রেলিয়া) – ৪১%

জাস্টিন ট্রুডো (কানাডা) – ৪১%

পেদ্রো স্যাঞ্চেজ (স্পেন) – ৩৭%

বলসরানো (ব্রাজিল) – ৩৬%

এমানুয়েল ম্যাক্রো (ফ্রান্স) – ৩৫%

বরিস জনসন (ইংল্যান্ড) – ৩০%

উল্লেখ্য, এই নিয়ে তৃতীয় বছরের জন্য তালিকায় প্রথম স্থান ধরে রাখলেন নরেন্দ্র মোদী। সেইসঙ্গে বাকি নেতাদের তুলনায় তাঁর রেটিংও যথেষ্ট ঈর্ষণীয়, যা তাঁর জনপ্রিয়তারই ইঙ্গিত দেয়।