অর্থনৈতিক মন্দায় ডুবেছে উত্তর কোরিয়া, শেষ পর্যন্ত স্বীকার করে নিল কিম জং

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/04/2021   শেষ আপডেট: 09/04/2021 5:34 p.m.
কিম জং উন https://twitter.com/Official_KJU

উত্তর কোরিয়াতে করোনার জন্য চরম অর্থ ও খাদ্য সংকট দেখা গেছে

করোনা ভাইরাস প্যানডেমিকের প্রভাবে গত বছর থেকে স্তব্ধ হয়ে গিয়েছে গোটা বিশ্বের জনজীবন। প্রত্যেকটি দেশ অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। ভেঙে গেছে দেশগুলির অর্থনৈতিক পরিকাঠামো। গতবছর লকডাউন করে সাময়িক সংক্রমণ ঠেকানো গেলেও ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অর্থনীতি। প্রত্যেকটি দেশ এটি মেনে নিয়েছে যে তাদের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে গেছে। এবার একনায়ক কিম জং উনের দেশ উত্তর কোরিয়া স্বীকার করে নিল যে মন্দার মারে তাদের দেশের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে গিয়েছে।

গতবছর অন্যান্য দেশের মতোই লকডাউন করতে হয়েছিল উত্তর কোরিয়াকে। এর ফলে তাদের বছরের শেষে আর্থিক বৃদ্ধি তলানিতে ঠেকেছিল। সম্প্রতি কিম নিজেই সেই কথা স্বীকার করেছেন। এখন গোটা দেশে অর্থ এবং খাদ্য সংকট দেখা গিয়েছে। সম্প্রতি গত বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাজধানী ওয়ার্কার্স পার্টির সাথে বৈঠকে তিনি নিজ মুখে স্বীকার করে বলেছেন, "দেশ এখন সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।" এমনকি অর্থনৈতিক মন্দার গুরুত্ব বোঝাতে তিনি ১৯৯০ সালে দুর্ভিক্ষের সাথে তুলনা করেছেন। সেই দুর্ভিক্ষে উত্তর কোরিয়াতে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছিল। আর তাতে মৃত্যু হয়েছিল কয়েক হাজার মানুষের।