আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট জো বাইডেন সকল আমেরিকানদের প্রেসিডেন্ট হতে চান

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/11/2020   শেষ আপডেট: 08/11/2020 2:22 a.m.
নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। -

প্রথম ‘ব্ল্যাক লেডি’ হিসাবে ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয় নিশ্চিত হতেই টুইট করে সব আমেরিকানদের ধন্যবাদ জানালেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। এই ঐতিহাসিক জয়ের পর বাইডেন টুইটারে লিখলেন, “আমায় দেশের নেতা হিসাবে বাছার জন্য সমস্ত আমেরিকানদের কাছে আমি কৃতজ্ঞ। জানি সামনের পথটা খুব কঠিন, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি আমি সকল আমেরিকানের প্রেসিডেন্ট হিসাবে থাকবো। আমাকে যারা ভোট দিয়েছেন বা দেননি— সবার। আপনারা আমার উপর যে ভরসা করেছেন তার মর্যাদা রাখবো।” বাইডেনের এই ঐতিহাসিক জয়ের পর তৈরি হলো আরেক ইতিহাস। প্রথম মহিলা ‘ব্ল্যাক লেডি’ হিসাবে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস।

সারা বিশ্ব আমেরিকার হবু প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানাচ্ছেন। শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদীও। আলাদা আলাদা টুইট করে বাইডেন এবং কমলা হ্যারিসকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আগামী বছরের শুরুতে হোয়াইট হাউজে উঠতে চলেছেন বাইডেন। যদিও ট্রাম্প এখনও এই রেজাল্টকে চ্যালেঞ্জ জানিয়ে কোর্টে যাওয়ার কথাই ভাবছেন।