পাকিস্তানের পাশে নেই বন্ধু চীন, পাক - এর আম নিতে রাজীই হলোনা কোনো দেশ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/06/2021   শেষ আপডেট: 15/06/2021 6:45 a.m.
আম @pixabay

ঘরে বাইরে চাপে ইমরান খান সরকার

বিশ্বের দরবারে পাকিস্তানের অবস্থান বর্তমানে অত্যন্ত কোণঠাসা। একদিকে সন্ত্রাসবাদ অন্যদিকে আবার মানবাধিকার লংঘন সব নিয়ে পাকিস্তান একেবারে জর্জরিত হয়ে রয়েছে। আগের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের (Nawaz Sharif) দুর্নীতির পরে তাকে সরিয়ে দিয়ে পাকিস্তানের জনতা ভালো প্রশাসনের আশা করে ক্ষমতায় এনেছিল ইমরান খান (Imran Khan) সরকারকে। কিন্তু এখনও পাকিস্তানের অবস্থা একটুও পাল্টায়নি। বরং দেখা যাচ্ছে তিনিও পাকিস্তানের মানুষজনের সমস্ত আশাভরসা ব্যর্থ করে সেনাবাহিনীর নির্দেশে কাজ করে চলেছেন। কিন্তু দেখা যায় এই কোণঠাসা অবস্থায় অন্য দেশকে খুশি করার জন্য ইমরান খান সরকার ভরসা রেখেছিল আম কূটনীতির উপরে। কিন্তু, ইমরান খানের এই চেষ্টাও বর্তমানে ব্যর্থ। গত বুধবার পাকিস্তানের তরফে ৩২টি দেশে আম পাঠানো হয়েছিল। সংবাদমাধ্যম সূত্রে খবর, এখন কোন দেশ পাহাড় প্রমাণ ঋণের বোঝা এবং দুর্নীতিতে ডুবে থাকা পাকিস্তানের আম নিতে রাজি হচ্ছে না।

পাকিস্তানের বন্ধু দেশ হিসেবে পরিচিত চীন এবং আমেরিকা এই উপহার নিতে রাজি নয়। অন্যদিকে আবার নেপাল, মিশর এবং কানাডার মত দেশ এই আম পাওয়ার পরেও খুশি নয় বলে জানানো হয়েছে। পাকিস্তানের এই আম কূটনীতি এর আগেও করা হয়েছিল। ২০১৫ সালেও পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ভারত এবং পাকিস্তানের মধ্যে শুভেচ্ছা বিনিময় প্রতীক হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee), কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী (Sonia Gandhi) এবং প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপাই (Atal Vihari Vajpayee) এর বাড়িতে আম পাঠিয়েছিলেন। কিন্তু এই আম দিয়ে এর আগেও ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক তেমন কিছু ভালো হয়নী। আর এবারে তো আম নিতেই রাজি হচ্ছেনা দেশগুলো। তাই এবারেও ইমরানের আম কূটনীতি মুখ থুবড়ে পড়েছে বলেই মতামত রাজনৈতিক মহলের।