দেশজুড়ে বিবিসি সম্প্রচার বন্ধ করল চীন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/02/2021   শেষ আপডেট: 12/02/2021 11:43 a.m.
বিবিসি ~ Twitter

ব্রিটেনকে পাল্টা আঘাত করতেই কি বিবিসিতে কোপ জিনপিং-দের?

এক সপ্তাহের মধ্যেই চোখে পড়ল বদলা নেওয়ার ভীষণ মানসিকতা। চাইনিজ গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) সংস্থার দ্বারা ইউরোপে নিজেদের খবর সম্প্রচারের জন্য লন্ডনে দু বছর আগে একটি দফতর খোলে চীন। ব্রিটেনের অভিযোগ, ওই সিজিটিএন এর সম্পাদকীয় নীতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হচ্ছে চীনা কমিউনিস্ট পার্টির দ্বারা যা পূর্ণরূপে ব্রিটেনের আইন বিরোধী। এর জেরে গত সপ্তাহেই ওই নেটওয়ার্কের সম্প্রচার লাইসেন্স কেড়ে নেয় ব্রিটেন। আর ঠিক এক সপ্তাহের মধ্যেই ব্রিটেনের আন্তর্জাতিক মানের জনপ্রিয় সম্প্রচার মাধ্যম বিবিসি পরিষেবা নিজের দেশে বন্ধ করে দিল চীন।

আর এই মর্মে চীনের রেডিও ও টেলিভিশন মন্ত্রকের তরফ থেকে কারণ দর্শানো হয়, চীনের সম্প্রচার নীতি অমান্য করেছে বিবিসি। এতে তুলে ধরা চীন সংক্রান্ত খবর একেবারেই ভ্রান্ত এবং নিরপেক্ষতা থেকে অনেক দূরে। ফলে চীনের জাতীয়তা ও সার্বভৌমত্ব খর্ব হচ্ছে। জিনজিয়াঙের মহিলাদের ওপর ধর্ষণ ও অত্যাচারের ঘটনা যা প্রদর্শিত হয়েছে বিবিসিতে, তা মিথ্যা, দাবি চীনের যদিও তা অস্বীকার করেছে ব্রিটেন। ব্রিটেনের বিদেশ সচিব ডমিনিক রাব অসন্তোষ প্রকাশ করে বলেন, চীনের এই সিদ্ধান্ত সংবাদ মাধ্যমের স্বাধীনতা নষ্ট করছে এবং এতে বিশ্বের সামনে ভাবমূর্তি বিনষ্ট হবে চীনেরই।