ইউক্রেন যুদ্ধের মাঝে জঙ্গি হামলা পাকিস্তানের মসজিদে, নিহত ৩০ জন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/03/2022   শেষ আপডেট: 04/03/2022 6:48 p.m.

জখম হয়েছেন পঞ্চাশের বেশি

ইউক্রেন যুদ্ধের মাঝে জঙ্গি হামলা পাকিস্তানে (Pakistan)। নামাজ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন অন্তত ৩০ জন। জখম পঞ্চাশের বেশি। বিস্ফোরণ ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে পেশোয়ারের এক মসজিদে। তবে এই নাশকতার নেপথ্যে কারা, তা এখনও জানা যায়নি।

আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমের দাবি, এটা একটি আত্মঘাতী হামলা। এদিন বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। জখমদের উদ্ধার করে লেডি রিডিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পাশাপাশি জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। আশঙ্কা করা হচ্ছে আরও বাড়তে পারে মৃতের সংখ্যা।

ঘটনাস্থলে এখনও মোতায়েন রয়েছে পুলিশ ও নিরাপত্তাবাহিনী। চলছে নমুনা সংগ্রহের পরীক্ষা। অন্যদিকে, জখমদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তীব্র নিন্দা করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান এবং পেশওয়ারের মুখ্যমন্ত্রী মাহমুদ খান। পাশাপাশি জখমদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।