হঠাৎ সীমান্ত বন্ধ হওয়ায় পেট্রোপোলে ভিড় মানুষের, শর্তসাপেক্ষে প্রবেশের অনুমতি সরকারের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/04/2021   শেষ আপডেট: 27/04/2021 4:24 p.m.

ইতিমধ্যেই ৩০০ আবেদনপত্র জমা পড়েছে কলকাতা উপ-হাইকমিশনে

ভারতে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। এই পরিস্থিতিতে পড়শি দেশ বাংলাদেশ ইতিমধ্যেই কিছুদিনের জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছে যাতে না ভারত থেকে করোনা আমদানি হয়। বর্তমানে পণ্যবাহী ট্রাক ছাড় দিলেও কোন যাত্রীবাহী বাহনে করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা যাচ্ছে না। হঠাৎ করে বর্ডার বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় অনেক বাংলাদেশী নাগরিক ভারতে আটকে পড়েছে। সেই জন্য দেশে ফেরার দাবিতে স্থলবন্দর পেট্রোপোলে আটকে পড়া আড়াইশোর বেশি বাংলাদেশি বিক্ষোভ জানায়। বিক্ষোভের মুখে চাপে পড়ে বাংলাদেশ সরকার কিছু শর্ত সাপেক্ষে তাদের ফেরার অনুমতি দিয়েছে।

জানা গিয়েছে, কলকাতা উপ-হাইকমিশনে সোমবার পর্যন্ত ৩০০ আবেদনপত্র জমা পড়েছে বাংলাদেশে ফেরার জন্য। সেইসব আবেদনপত্র যাচাই করে যাদের ভিসার মেয়াদ শেষ হতে চলেছে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারবে। তার জন্য লাগবে অনুমতিপত্র এবং ৭২ ঘন্টা আগের করোনা নেগেটিভ রিপোর্ট। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশ সরকার গত ২৬ বিল থেকে আগামী ৯ মে অব্দি বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ করে দিয়েছে। এছাড়া অনেকদিন আগেই তাদের উড়ান পরিষেবা বন্ধ হয়েছিল।