দুর্গার পর এবার সরস্বতী, আবারো বাংলাদেশে আক্রমণ হিন্দুদের ওপর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/01/2022   শেষ আপডেট: 15/01/2022 10:47 p.m.
সরস্বতী মূর্তি https://pixabay.com

মৌলবাদীরা চট্টগ্রাম এলাকায় ৩৫টি সরস্বতী মূর্তি ভেঙে দিয়েছে বলে অভিযোগ

এবারে ধর্মের প্রতি আক্রমণ শুরু করলো বাংলাদেশ মৌলবাদীরা। বন্দরনগরী চট্টগ্রামে আবারো মৌলবাদীদের আক্রমণের ঘটনা উঠলো খবরের শিরোনামে। তবে এবারে কোন দুর্গা মূর্তি নয় ভাঙ্গা হচ্ছে দেবী সরস্বতী নির্মীয়মান মাটির মূর্তি। আর কিছুদিন পরেই সরস্বতী পুজো। তারই প্রাক্কালে বোয়ালখালীতে সরস্বতী মূর্তি তৈরি করার কাজ করছিলেন কারিগররা। সেই সময় অন্তত ৩৫ টি সরস্বতী প্রতিমা ভেঙে টুকরো করে দেওয়ার অভিযোগ উঠেছে মৌলবাদীদের বিরুদ্ধে।। আশ্রয়ন প্রকল্পের পাশে এই কাণ্ড ঘটিয়েছে বলে খবর।

মৃৎশিল্পী বাসুদেব পাল প্রতিমা বিক্রির জন্য এই প্রতিমা তৈরি করেছিলেন। দীর্ঘ ১০০ বছর ধরে ওই এলাকায় প্রতিমা গড়ে আসছে মৃৎশিল্পী বাসুদেব পাল এবং তার পূর্ব পুরুষেরা। দোষীদের কঠোর শাস্তির দাবি উঠেছে এলাকায়। বাসুদেব পাল জানাচ্ছেন, ওই এলাকায় প্রতি বছর সরস্বতী প্রতিমা করে আসছেন তিনি। আগামী ৫ ফেব্রুয়ারি সরস্বতী পুজো হবার কথা। তার প্রাক্কালে ওই এলাকায় প্রতিমাগুলো তৈরি করা হয়েছিল। সরস্বতী প্রতিমা তৈরি করার জন্য এর আগে থেকেই বায়না দেওয়া থাকে। এর আগে কোন সময় এ ধরনের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন মৃৎশিল্পী। তিনি বলছেন, উন্মুক্ত স্থানে বাঁশের বেড়ার মাধ্যমে ঘিরে সাদা পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছিল ওই সমস্ত মূর্তিগুলি। শনিবার সকালে তিনি দেখতে পান, তার তৈরি করা প্রতিমাগুলি কেউ একটা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কবির আহমেদ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল করিম বোয়ালখালী পূজা উদযাপন কমিটির পরিষদের সদস্য সচিব অমিত লালা এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সদস্য অমিত লালা বললেন, 'সাম্প্রদায়িক সম্প্রীতির এই এলাকায় কুচক্রী মহল পরিকল্পিতভাবে অশান্তি তৈরি করার ছক কষছে বেশ কিছুদিন ধরে। বাসুদেব পালের তৈরি করা প্রতিমা ভাঙচুর করে দীর্ঘদিনের বিশ্বাসকে ভেঙে দেওয়া হল। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।'

তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল করিম সম্পূর্ণ অন্য কথা বলছেন। তিনি বললেন, 'কারখানা বলা হলেও রাস্তার পাশে উন্মুক্ত স্থানে অরক্ষিতভাবে ঐ সমস্ত প্রতিমা রাখা ছিল। কেউ পরিকল্পিতভাবে প্রতিমা ভেঙেছে বলে মনে হচ্ছে না। আশ্রয়ন প্রকল্পের ছোট বাচ্চারা হয়তো খেলার ছলে কিংবা ঠেলাগাড়ি বা মিনিট্রাকে বাস নেওয়ার সময় অন্ধকারে দুর্ঘটনা ঘটতে পারে। তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।' এছাড়াও প্রতিমা রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে তিনি জানাচ্ছেন। স্থানীয় বাসিন্দা সুদীপ্ত বিশ্বাস বিভু বললেন, 'বাসুদেব পাল আমাদের গ্রামের সরস্বতী প্রতিমা তৈরি করেন বেশ অনেক বছর ধরেই। ছোটবেলার স্কুল যাবার সময় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে বাসুদেব বাবুর প্রতিমা তৈরি করা দেখতাম। সবাইকে বিশ্বাস করে বাসুদেব প্রতিমাগুলো রাখেন উন্মুক্ত স্থানে। কেউ কখনো পাহারা দেওয়ার প্রয়োজন মনে করেনি। কে বা কারা রাতের অন্ধকারে এই সমস্ত মূর্তি ভেঙে দিয়েছে সেটা জানিনা। এই ঘটনার তদন্তের দাবি জানাচ্ছি।'