২৫ মার্চ, ২০২৩
বিনোদন

শাড়ি হোক কি লেহেঙ্গা, সরস্বতী পুজোর সাজে হয়ে উঠুন সকলের মধ্যমণি

টলি 'ফ্যাশনিস্তা'দের সঙ্গে পাল্লা দিয়ে, আপনিও হয়ে উঠুন অন্যদের 'ফ্যাশন আইকন'

হাতে মাত্র আর কিছুদিন! তারপরেই বাগদেবীর আরাধনায় মেতে উঠবে একরাশ নতুন যৌবনের দূত। যদিও বিদ্যার দেবীর আরাধনায় ব্রতী হবেন সকলেই। দুর্গা পুজোর মত চারদিনব্যাপী না হলেও, এই পুজোর জন্যও উন্মাদনা কোনও অংশে কম তো হয়েই না, বরং বেশ বেশি হয়। তাই স্বভাবতই, অন্যান্য আয়োজনের সঙ্গে কপালে ভাঁজ পড়ে সাজসজ্জা নিয়েও। পরিচিত মহলে কীভাবে আপনিই হয়ে উঠতে পারেন সেরার সেরা, তারই খোঁজ দেবে পরিদর্শক। বলা বাহুল্য, টলি দুনিয়ার অভিনেত্রীরা (Tollywood Actress) এক্ষেত্রে হয়ে উঠতে পারে আপনার অনুপ্রেরণা।

টলিউডের মত 'ফ্যাশন' চাই, আর সেখানে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জীর (Swastika Mukherjee) নাম থাকবে না, তা একেবারেই হয় না! যে কোনও রকমের সাজেই তিনি অনন্যা। অনেক সময় ছোট চুল থাকার দরুন আমরা সমস্যায় পড়ি সাজের ক্ষেত্রে। স্বস্তিকার অন্যান্য সাজ থেকে তো আপনি অনুপ্রাণিত হতে পারেনই, কিন্তু ছোট চুলেও যে কিভাবে 'সেন্টার অফ এট্রাকশন' হয়ে ওঠা যায়, তা আমাদের বড় পর্দার 'শ্রীমতি'র থেকেই শিক্ষণীয়। একটি খুব সাধারণ তাঁতের শাড়ি ও সাদা ব্লাউজে, মার্জিত মেকাপে এবং অলঙ্করণে স্বস্তিকা অসাধারণ হয়ে উঠেছেন। তাঁর চুলের কারুকাজ দেখার মত! আপনিও সরস্বতী পুজোয় আপনার ছোট চুল নিয়েই বন্ধু মহলে হয়ে উঠতে পারেন তাঁদের স্বস্তিকা মুখার্জী।

টলিউডের অন্যতম সম্রাজ্ঞী মল্লিক বাড়ির তনয়া, কোয়েল মল্লিক (Koel Mallick)। বিভিন্ন ক্ষেত্রেই তাঁর 'স্টাইল সেন্স' হয়ে ওঠে আলোচনার কেন্দ্রভূমি। মল্লিক বাড়ির দুর্গাপুজো বাংলার অন্যতম প্রাণকেন্দ্র। পুজোর দিনগুলিতে কোয়েলও সেজে ওঠেন একেবারে মার্জিত সাবেকি সাজে। আসন্ন সরস্বতী পুজোয় কোয়েল অনায়াসে হয়ে উঠতে পারেন আপনার 'স্টাইল আইকন'। হলুদ শাড়ি এবং গোলাপী পাড়ের কাঞ্জিভরমের সঙ্গে, স্বল্প মেকাপ এবং অলঙ্কারে তাঁর 'লুক' বেশ অভিজাত। তাঁর মত করে সেজে উঠলে খুব স্বাভাবিভাবেই আপনি আপনার পরিচিত মহলের কাছে প্রশংসনীয় হয়ে উঠবেন।

ছোট্ট একটা লাল টিপ, অল্প গয়না, এবং সোনালী আভার কাঞ্জিভরমে সরস্বতী পুজোয় আপনি পাল্লা দিতে পারেন শুভশ্রী গাঙ্গুলীকে (Shubhashree Ganguly)। দেখে নিন তাঁর সাজ।

উৎসবের মরশুম, বেনারসি ছাড়া বড়ই বেমানান। অনেকেই সকালের দিকে বাড়িতে পুজো আচ্ছা নিয়ে ব্যস্ত থাকলেও, বাইরে বেরিয়ে এই পুজোর আমেজ নেওয়ার জন্য রাত্রিকালীন সময়কে বেছে নেন। তাই শ্রাবন্তী চ্যাটার্জীর (Srabanti Chatterjee) মত আপনিও নির্বাচন করতে পারেন কালো বেনারসি। এখন শীতের আমেজ ভালই রয়েছে। তাই চুল খোলা রেখেও দারুন ভাবে জমে উঠবে আপনার রাতের সাজ। সঙ্গে কানে অক্সিডাইজড জুয়েলারি এবং হাতে সোনার কয়েকটি কঙ্কন আপনার শোভা আরও বাড়িয়ে দেবে বৈকি!

সকাল হোক বা রাত, মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) মত বেছে নিতে পারেন একটু ডিপ রঙের শাড়ি। স্লিভলেস ব্লাউজ এবং একটি টাইট করে খোঁপার সহযোগে কিন্তু আপনার বসন্ত পঞ্চমীর সাজ একেবারে সকলের আলোচনার কেন্দ্র হয়ে উঠবে।

শাড়ি পরতে অভ্যস্ত নন? চিন্তা নেই, জমকালো একটি লেহেঙ্গাতেও নুসরাত জাহানের (Nusrat Jahan) মত সকলের মধ্যমণি হয়ে উঠতে পারেন সহজেই। বসন্ত পঞ্চমী যেহেতু, তাই বাসন্তী রঙকে সেদিন একটু বেশি গুরুত্ব দিলে মন্দ হয় না!

বসন্ত পঞ্চমীতে বিভিন্ন রঙের মেলা বসলেও, বাসন্তী বা হলুদ রঙকে কিন্তু বাদ দেওয়া যায় না। অভিনেত্রী সোহিনী সরকারের (Sohini Sarkar) মত আপনিও বেছে নিন একটি উজ্জ্বল হলুদ বর্ণের শাড়ি। ছোট্ট টিপ, কানে ঝুমকো, এবং খোঁপায় একটি মালা সহযোগে আপনিও হয়ে উঠবেন পরিচিত মহলের 'ফ্যাশন আইকন'।

চড়া মেকাপ, অথবা জমকালো শাড়ির ভার বহন করা পছন্দ করেন না? চিন্তা একদম করবেন না, কারণ এক্ষেত্রে আপনার অনুপ্রেরণা হয়ে উঠতে পারেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। সাদা অরগ্যঞ্জা শাড়িতে হয়ে উঠুন মোহময়ী। খোলা চুল, শুধু একটি ছোট্ট কানের দুল এবং চোখে 'উইংস' এর ছোঁয়া! ব্যাস, আপনিই হয়ে উঠবেন সকলের নয়নের মণি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ মার্চ

ছবিতে অঙ্কুশের বাবার চরিত্রে অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক

Ankush Hazra Oindrila Sen
২৩ মার্চ

সুখবর ছড়িয়ে পড়তেই অনুরাগী-সহ বিশিষ্টরা তাঁকে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন

Atif baby
২৩ মার্চ

অধিকাংশ সময়েই নিজের ওজন নিয়ে কটাক্ষের মুখে পড়তেন তিনি

Anshula Kapoor
২৩ মার্চ

সদ্য মা'কে হারিয়েছেন তিনি, জীবনমুখী অপরাজিতাকে কুর্নিশ নেটিজেনদের

Aparajita sand
২৩ মার্চ

আমার পরিবার, বন্ধু, সহকর্মী, শুভাকাঙ্খী এবং অনুরাগীদের কাছে আমি ঋণী : কঙ্গনা রানাউত

Kangana birthday
২৩ মার্চ

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফ্রেমবন্দি হয়েছিলেন রাজ-সৃজিত

Raj Chakraborty proloy
২৩ মার্চ

ছবিতে বাঙালি বউ ও মায়ের অবতারে দেখা গিয়েছে রানিকে

Rani Mukerji Norway
২২ মার্চ

আদিত্য কবে হুইলচেয়ার ছাড়বে? অপেক্ষায় দর্শক

Indrani serial
২২ মার্চ

ধারাবাহিকে তিনি অসৎ পথ অবলম্বন করলেও, বাস্তবের অনিন্দ্য কিন্তু সমাজের দৃষ্টান্ত

Anindya Chattopadhyay 1
২২ মার্চ

অভিনেত্রী সোশ্যালে ভাগ করে নিয়েছেন গুড়ি পারওয়ার ঝলক

Anushka gudi
২২ মার্চ

পেটে একটু হলেও বিদ্যে আছে : দেবলীনা কুমার

Gourab devlina bengali saj
২২ মার্চ

চাকরি এবং অভিনয়ের মাঝে, বেছে নিয়েছিলেন অভিনয়কে। অভিনেতা প্রীতম দাসের অজানা কাহিনীর সাক্ষী হল পরিদর্শক

Pritam telly
২২ মার্চ

প্যারিসে জন্মদিন জমজমাট! খোশ মেজাজে অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী

Mimi Chakraborty bddy family
২২ মার্চ

দামোদর-মঞ্জুরির মিষ্টি প্রেমের গল্প, চিঠি হয়ে পৌঁছবে কি মনের 'ডাকঘর'এ?

Ditipriya bf