Afghanistan Blast: আফগানিস্তানে নমাজ চলাকালীন বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৫০

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 30/04/2022   শেষ আপডেট: 30/04/2022 8:55 a.m.
https://twitter.com/_SJPeace_

ঘটনার দায় কেউ স্বীকার করেনি, আমেরিকা এবং রাষ্ট্রসংঘের কড়া নিন্দা

রমজানের মাসের শেষ শুক্রবারেও মিলল না রেহাই। আফগানিস্তানের (Afghanistan) রাজধানী কাবুলের (Kabul) একটি মসজিদে জুম্মার নমাজ চলাকালীন বিস্ফোরণ। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনায় কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও ৭৮ জনের বেশি। মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা। হামলার দায় এখনও পর্যন্ত কেউ স্বীকার করেনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, কাবুলের খলিফা অগা গুলজান মসজিদে এই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় গোটা এলাকা কেঁপে ওঠে। পাশের কয়েকটি বাড়ির লোকজন আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র বিসমিল্লা হাবিব বলেছেন, শুক্রবার স্থানীয় সময় রাত ২ টো নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলার নেপথ্যে ইসলামি স্টেট (খোরাসান) জঙ্গিগোষ্ঠীর হাত থাকলেও থাকতে পারে।

আফগানিস্তানে তালিবানি শাসন প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সময়ে একের পর এক হামলার অভিযোগ উঠে এসেছে। বারবার আত্মঘাতী হামলার কারণে শিশু-সহ নিরীহ মানুষের মৃত্যু নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। ইতিমধ্যেই আমেরিকা এবং রাষ্ট্রসংঘ গোটা ঘটনার তীব্র নিন্দা করেছে। এমন বর্বরোচিত কাজের বিরুদ্ধে সরব হয়েছেন বিশ্ববাসী। আসলে বারবার এই আক্রমণ আসলে সেদেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দেয়।