আপনার ব্যক্তিগত তথ্যে নজরদারি রাখছে ফেসবুক, ফেসবুকের বিজ্ঞাপন পলিসি নিয়ে বিস্ফোরক সিগন্যাল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/05/2021   শেষ আপডেট: 07/05/2021 10:29 a.m.

সিগন্যাল জানিয়ে দিয়েছে কিভাবে ফেসবুক আপনার অত্যন্ত ব্যক্তিগত তথ্য চুরি করে, জেনে নিন বিস্তারে।

এই সপ্তাহের শুরুর দিকে ফেসবুক (Facebook) বন্ধ করে দিয়েছিল তার অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী সিগন্যাল (Signal) অ্যাপ্লিকেশনের এডভার্টাইজিং একাউন্ট। এখন থেকে সিগনাল অ্যাপ্লিকেশন ফেসবুকে তাদের এডভার্টাইজিং করতে পারে না। এর কারণ স্বরূপ ফেসবুক জানিয়েছিল, সিগন্যাল এমন কিছু বিজ্ঞাপন ফেসবুক প্লাটফর্মে চালিয়েছিল যেখানে ফেসবুকের অ্যাড টার্গেটিং ক্যাম্পেইনকে বিরোধিতা করা হচ্ছিল। ক্যালিফোর্নিয়ার এই কোম্পানি ফেসবুকের অধিগৃহীত সংস্থা ইনস্টাগ্রামে একটি বিজ্ঞাপন চালিয়েছিল যেখানে ফেসবুকের বিরুদ্ধে তারা বিভিন্ন অভিযোগ এনেছিল যে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে এবং সেগুলিকে অন্যভাবে ব্যবহার করতে পারে। সিগন্যাল জানিয়ে দিয়েছে, ফেসবুক আপনার অত্যন্ত ব্যক্তিগত তথ্য ব্যবহার করে সেই নিরিখে আপনার কাছে বিজ্ঞাপন পৌঁছে দেয়। যেমন আপনি যদি একটি ওপেন রিলেশনশিপে আছেন বলে ফেসবুকে দাবি করেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে সেই রকম বিজ্ঞাপন দেখানো হবে। একই রকমভাবে বিজ্ঞাপনের পলিসি কাজ করে ইনস্টাগ্রামেও। এই এইটা একদিক থেকে মানুষের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার বলা যেতেই পারে।

এই বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে ফেসবুক সিগন্যাল অ্যাপ্লিকেশনের সমস্ত রকম বিজ্ঞাপনের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে তাদের প্লাটফর্মে। অন্যদিকে সিগন্যাল জানিয়ে দিয়েছে, "পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আমরা দেখিয়েছিলাম কিভাবে বিজ্ঞাপনের মাধ্যমে ফেসবুক বা এই জাতীয় প্লাটফর্ম গ্রাহকদের তথ্য ব্যবহার করে। এই কারণে আমাদের ব্যান করে দেওয়া হয়েছে। ফেসবুকের দুনিয়ায় শুধুমাত্র একটাই জিনিস চলে, ফেসবুক তোমার কাছ থেকে তথ্য নেবে কিন্তু তোমাকে জানতে দেবে না।" যদিও ফেসবুকের তরফ থেকে এ বিষয়টি সম্পূর্ণরূপে উড়িয়ে দেওয়া হয়েছে। জানিয়ে রাখি, ফেসবুকের সংস্থা হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি নিয়ে কিছুদিন আগে একটি সমস্যা তৈরি হয়েছিল, যার পরেই সিগন্যাল হয়ে উঠেছিল বিশ্বের সব থেকে দ্রুত জনপ্রিয় হওয়া মেসেজিং অ্যাপ্লিকেশন।