ফাঁস হল Samsung Galaxy S21 ও S21 Ultra স্মার্টফোনের স্পেসিফিকেশন, জানুন বিস্তারিত

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/01/2021   শেষ আপডেট: 14/01/2021 7:25 p.m.
স্যামসাং গ্যালাক্সি twitter@evleaks

লঞ্চের কিছু ঘণ্টা আগে স্পেসিফিকেশন ফাঁস বাড়ালো জল্পনা

সম্প্রতি ভারতের বাজারে জনপ্রিয় মোবাইল প্রস্তুতকারী সংস্থা স্যামসাং প্রায় তাদের নতুন মোবাইল লঞ্চ করে।এই কোম্পানি একদিকে যেমন বাজেট লেভেল ফোন ভারতের বাজারে আনে ঠিক তেমনি প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে তাদের চাহিদা তুঙ্গে। এই কোম্পানির Galaxy S সিরিজ ভারতীয় গ্রাহকদের মধ্যে খুবই জনপ্রিয়। খুব তাড়াতাড়ি ভারতের বাজারে স্যামসাং কোম্পানি লঞ্চ করছে স্যামসাং Galaxy S21 ও S21 আল্টা। কিন্তু এবার কোম্পানির অফিশিয়াল ওয়েবপেজে তাদের নতুন স্মার্টফোনের বিভিন্ন ফিচার ফাঁস করে দিল। তারা তাদের টুইটারে নতুন স্মার্টফোনের একাধিক ছবি প্রকাশ করেছে।

কোম্পানির ওই ওয়েবসাইটে নতুন গ্যালাক্সি S21 Ultra 5G ফোনের ছবিতে ক্যাপশন দিয়ে লেখা হয়েছে এই ফোনে প্যাকেজে থাকবে ইউএসবি টাইপ C ডাটা কেবিল, চার্জিং কেবিল, ইজেকশন পিন। এছাড়াও কোম্পানি ফোন স্পেসিফিকেশন ছবির মাধ্যমে প্রকাশ করেছে। তারা জানিয়েছে এই ফোনে ৬.৮ ইঞ্চির ১২০ hz অ্যামোলেড ডিসপ্লে আছে। এই ফোন 5G কানেক্টিভিটি সাপোর্ট করে। এই ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ আছে যার প্রাইমারি লেন্স ১০৮ মেগাপিক্সেলের। এছাড়াও জানা গিয়েছে এই স্মার্টফোনটি কোম্পানি থেকে প্রি অর্ডার করলে কোম্পানির জনপ্রিয় Galaxy buds pro হেডফোন ও Galaxy SmartTag পাওয়া যাবে।