অবিশ্বাস্য! ছোট্ট অটোরিকশাতে আস্ত বাড়ি বানিয়ে তাক লাগলো এক ভারতীয় যুবক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/02/2021   শেষ আপডেট: 28/02/2021 8:35 p.m.
অটো রিক্সাতে বাড়ি twitter@WeekendInvestng

মাহিন্দ্রা কোম্পানির চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা ওই যুবকের সাথে বৈঠক করার প্রস্তাব দিয়েছেন

অটোরিকশাই একটি আস্ত বাড়ি! কি শুনে অবাক হলেন তো। এমনই একটি অটোরিকশার ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। এই অটোরিকশাটি কোন সাধারণ অটোরিকশা না। ভারতীয় এক যুবক একটি সাধারণ অটোরিকশাতে মডিফিকেশন করে ওরকম অনন্য অটোরিকশা বাড়ি বানাচ্ছে। অটোরিকশা বাড়িটি অন্যান্য একটি সাধারণ বাড়ির মতোই সব রকম সুযোগ-সুবিধা সম্পন্ন। এই বাড়িতে আলাদা আলাদা বেডরুম, লিভিং রুম, বাথরুম ও কিচেন আছে। এই বাড়িটিতে দুজন মানুষ বেশ আরাম করে থাকতে পারবে। এখানেই শেষ নয়, বাড়িটির ছাদে সময় কাটানোর জন্য আরামদায়ক চেয়ার বসানো হবে। এক কথায় এই অটোরিকশা বাড়িটি চোখ ধাঁধিয়ে দেওয়ার মত।

অভূতপূর্ব এই অটোরিকশা বাড়িটি ৩৬ স্কোয়ার ফিটের। বাড়িটিতে বিদ্যুতের জন্য ৬০০ ওয়াটের একটি সৌরবিদ্যুৎ প্যানেল আছে। এছাড়াও প্রয়োজনীয় জলের যোগান দেবে একটি ২৫০ লিটার জলের ট্যাঙ্ক। বাড়িটির ছাদে ওঠার জন্য সিড়ি ও দেখা যাবে। অনন্য অটোরিকশা বাড়িটির ডিজাইন করেছে অরুন নামের এক ভারতীয় যুবক। এই যুবকের বয়স মাত্র ২৩ বছর। তিনি প্রোজেক্ট সম্পন্ন করতে হাত মিলিয়েছেন ব্যাঙ্গালোরের ডিজাইন ও আর্কিটেক্ট কোম্পানি Billboard এর সাথে। যুবকটি অটোরিকশা বাড়িটি তৈরি করেছে পুরনো জিনিস পুনর্ব্যবহার করে। এখানেই শেষ নয়, আপনি শুনলে অবাক হবেন এই অত্যাধুনিক অটোরিকশা বাড়িটি তৈরি করতে খরচ, একটি ন্যানো গাড়ির চেয়েও কম। এই খবর পেয়ে মাহিন্দ্রা কোম্পানির চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা ওই যুবকের সাথে বৈঠক করার কথা বলেছেন। তিনি টুইটে বলেছেন, "অরুণ দেখিয়ে দিয়েছে যে কম জায়গা কি করে ব্যবহার করতে হয়। আমি চাই আমাদের বোলেরো মডেলে কেউ স্পেস ম্যানেজমেন্ট করার প্রজেক্ট করুক।"