মঙ্গলের মাটিতে দাঁড়িয়ে সেলফি তুললো চিনের রোভার জুরং, দেখা মিলল লালগ্রহের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/06/2021   শেষ আপডেট: 13/06/2021 7:05 a.m.
রোভার জুরং cnsa.gov.cn

ছবি দেখতে অত্যন্ত মুগ্ধ মহাকাশপ্রেমীরা

নাসা প্রেরিত কিউরিওসিটি রোভারের মঙ্গলের আকাশে মেঘের আনাগোনার ছবির পর এবারে সংবাদের শিরোনামে উঠে এলো চীনের রোভার জুরং। মঙ্গলের মাটিতে দাঁড়িয়ে সেলফি তুলে একেবারে তাক লাগিয়ে দিয়েছে চীনের এই রোভার। আর এই ছবি দেখে কার্যত উৎফুল্ল মহাকাশপ্রেমীরা। চীনের মহাকাশ সংস্থা তাদের ওয়েবসাইটে এই ছবিটি প্রকাশ করেছে। এই ছবিতে দেখা যাচ্ছে জুরং এর সোলার প্যানেলগুলি একেবারে ডানার মত বিস্তৃত অবস্থায় আছে। তার ক্যামেরা দুটি যেন তার চোখের মতো কাজ করছে। অন্যদিকে, সেলফিতে এই রোভার ছাড়াও মঙ্গল গ্রহের অনেকটা অঞ্চলকে দেখা যাচ্ছে। চীনের মহাকাশ গবেষণা সংস্থার তরফ থেকে মঙ্গল গ্রহের আরো বেশ কিছু ছবি তাদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

জুরং এর পাঠানো এই সেলফি নিয়ে কথা বলতে গেলে চীনের মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীরা বললেন, মঙ্গলের রুক্ষ মাটিতে ১০ মিটার চলার পরেই এই ছবি তুলেছে তাদের রোভার। যে দুটি ক্যামেরা দেখা যাচ্ছে, সেটা এই ছবি তুলতে ব্যবহৃত হয়নি বরং আরো একটি ক্যামেরা লাগানো ছিল যেটা গাড়িটির নিচের দিকে লাগানো ছিল। সেই ক্যামেরা ব্যবহার করে এই সেলফি তুলেছে জুরং। তারপর মঙ্গলের কক্ষপথে ঘুরতে থাকা অরবিটারের মাধ্যমে পৃথিবীতে সিগন্যাল এর মাধ্যমে এই ছবি পাঠিয়ে দিয়েছে এই রোভার। প্রসঙ্গত, মে মাসে চীনের মঙ্গলযান তিয়ানওয়েন - ১ এর পিঠে চেপে মঙ্গলে পৌঁছেছিল এই রোভার জুরং। ৯০ দিন মঙ্গলে পর্যবেক্ষণ করে সেখানকার বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করে পৃথিবীতে পাঠাবে এই রোভার। মঙ্গলে বরফের সন্ধান করার জন্য তাকে পাঠানো হয়েছে মূলত। এছাড়াও যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে তবে সেটার ছবি তুলে এবং সেটিকে বিশেষভাবে পর্যবেক্ষণ করে চীনের মহাকাশ গবেষণা সংস্থার কাছে পাঠিয়ে দেবে এই রোভার জুরং।