নিরাপত্তা সত্ত্বেও হ্যাকাররা খুলতে পারে আপনার হোয়াটসঅ্যাপ, জেনে নিন বাঁচার উপায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/04/2021   শেষ আপডেট: 14/04/2021 10:01 p.m.
WhatsApp

হ্যাকাররা খুব সহজেই আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপ নিজের মোবাইলে খুলে তা নিষ্ক্রিয় করে দিতে পারে

বর্তমান যুগে ম্যাসেজিং অ্যাপ হিসাবে হোয়াটসঅ্যাপ বহুল প্রচলিত। এই অ্যাপ সম্প্রতি ফেসবুক কিনে নিয়েছে। এই হোয়াটসঅ্যাপ বিশ্বজুড়ে প্রায় ২ বিলিয়নের বেশি মানুষ ব্যবহার করে। কারণ এখনকার দিনে সাইবার ক্রাইমের উপদ্রব বেড়েছে খুব বেশি। তারমাঝে হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন থাকার জন্য এই মাধ্যম ব্যবহার করা যথেষ্ট নিরাপদ। তবে সম্প্রতি হ্যাকাররা বিভিন্ন পদ্ধতিতে আপনার হোয়াটসঅ্যাপ নিজেদের ফোনে চালিয়ে আপনার নিরাপত্তা নষ্ট করতে পারে। এই হ্যাকাররা আপনার ফোন নাম্বার ব্যবহার করে নিজেদের ফোনে হোয়াটসঅ্যাপ খুলে দিতে পারবে। এইক্ষেত্রে হোয়াটসঅ্যাপের টু ফ্যাক্টর অথেন্টিকেশন প্রযুক্তি কাজ করবে না। এমনটাই জানা গেছে সম্প্রতি এক রিপোর্টের মাধ্যমে।

সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট লুইস মারকুইস কারপিন্টো ও এরনেস্ত ক্যানালেন পেরেনা সম্প্রতি জানিয়েছে যে হ্যাকাররা খুব সহজেই আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপ নিজের মোবাইলে খুলে তা নিষ্ক্রিয় করে দিতে পারে। এইক্ষেত্রে হোয়াটসঅ্যাপের টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোন কাজ করবে না। আসলে হ্যাকাররা আপনার ফোন নাম্বার ব্যবহার করে নিজের মোবাইল থেকে আপনার হোয়াটসঅ্যাপ খুলে দিতে পারবে। কারণ হ্যাকারদের কোডিং এর কারণে ৬ ডিজিটের এসএমএস ভেরিফিকেশন কোড বারবার আসবে এবং আপনি সেটি বুঝতে পারবেন না। তবে হোয়াটসঅ্যাপ সম্প্রতি এই গলতি দেখে তার শুধরানোর জন্য নতুন আপডেট আনতে চলেছে। এরফলে হোয়াটসঅ্যাপ তাদের ভেরিফিকেশন কোড নির্দিষ্ট সংখ্যক পাঠাবে। এরফলে হ্যাকাররা আর আপনার হোয়াটসঅ্যাপ নিজেদের ফোনে খুলে নিষ্ক্রিয় করতে পারবে না।