মোতেরা স্টেডিয়ামে স্পিন ম্যাজিকে ৮১ রানে ধরাশায়ী রুট বাহিনী, নয়া নজির অশ্বিনের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/02/2021   শেষ আপডেট: 26/02/2021 6:14 a.m.
রবীচন্দ্রন অশ্বিন twitter@BCCI

রবীচন্দ্রন অশ্বিন দ্বিতীয় দ্রুততম ৪০০ উইকেট নেওয়ার নজির গড়েছেন

দ্বিতীয় দিনেই আমেদাবাদ মোতেরা স্টেডিয়ামে ভারতের জয় প্রায়ই স্পষ্ট হয়ে গেল। দিনরাত টেস্টে ভারতের অক্ষর প্যাটেল ও রবীচন্দ্রন অশ্বিনদের জুটিতে রীতিমতো ধরাশায়ী করে ফেলেছে রুটের বাহিনীকে। দ্বিতীয় ইনিংসে মাত্র ৮১ রানে সাজঘরে ফিরতে হয়েছে রুট এন্ড কোম্পানিকে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে ৫ টি উইকেট অক্ষর প্যাটেলের পকেটে। অন্যদিকে, আজকের ইনিংসে ৪ উইকেট নিয়েছে রবীচন্দ্রন অশ্বিন। সে আজকে ৪ উইকেট নিয়ে নয়া রেকর্ড তৈরি করেছে। আজকে জোফ্রা আর্চরকে আউট করে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৪০০ উইকেট নেওয়ার নজির করেছেন তিনি।

অন্যদিকে আজকে ম্যাচের পর ভারতের জয় একপ্রকার নিশ্চিত। কারণ প্রথম ইনিংসে ৩৩ রানে এগিয়ে থাকার জন্য ভারতের জয়ের জন্য লক্ষ্যমাত্রা মাত্র ৪৯ রান। আসলে মোতেরা স্টেডিয়ামে ইংরেজদের হারানোর জন্য ভারতীয় বোলাররা স্পিনকে বেছে নিয়েছিল। আর তাতেই বাজিমাত করেছে অক্ষরপত্র রবীচন্দ্রন অশ্বিন। তারা প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ১১২ রানে বেঁধে দিয়েছিল। তারপর অবশ্য স্পিন জাদুতে ভারত নিজেও ধরাশয়ী হয়েছিল ১৪৫ রানে। কিন্তু আবারও স্পিন ম্যাজিকে ৮১ রানে ইংল্যান্ডকে অলআউট করে এখন বিজয়ের দোরগোড়ায় ভারত। আজকের ইনিংসে রবীচন্দ্রন অশ্বিন ৪৮ রানে ৪ উইকেট ও অক্ষর প্যাটেল ৩২ রানে ৫ উইকেট নিয়েছেন।