বিরাটের ঝোড়ো ইনিংসে ভর করে নির্ণায়ক ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরলো ভারত

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/03/2021   শেষ আপডেট: 21/03/2021 7 a.m.
ভারত বনাম ইংল্যান্ড ৫ম টি টোয়েন্টি ~BCCI

ইংল্যান্ডকে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতলো টিম ইন্ডিয়া

শনিবার আমেদাবাদ এর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডকে ৩৬ রানে হারিয়ে ৫ ম্যাচের ভারত বনাম ইংল্যান্ড টি টোয়েন্টি সিরিজ ৩-২ ব্যবধানে পকেটে পুরে ফেললো টিম ইন্ডিয়া। এদিন ম্যাচের শুরু থেকেই ঝোড়ো খেলা শুরু করেছিল ভারতের ব্যাটসম্যানরা। ওপেনার রোহিত শর্মা করলেন ৬৪ এবং অধিনায়ক বিরাট কোহলি করলেন দুর্ধর্ষ ৮০। এই দুই ইনিংসের ওপরেই ভর করে ব্রিটিশদের ২২৫ রানের লক্ষ্য দিল ভারত। এছাড়াও পান্ডিয়া করলেন ৩৯ এবং সুর্যকুমার একটি ৩২ রানের ছোটো অথচ গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দিলেন। এই রান তাড়া করতে গিয়ে একের পর এক হোচট খেতে শুরু করলো ইংল্যান্ড।

৮ উইকেট হারিয়ে ২০ ওভার শেষে ইংল্যান্ড এর সংগ্রহ রইল মাত্র ১৮৮। জস বাটলার এবং ডেভিড মলান শুরু ঝোড়ো শুরু করলেন। বাটলার করলেন ৫২ এবং মালানের সংগ্রহ ৬৮। কিন্তু তারপর থেকেই ধসে গেল ইংল্যান্ড এর ব্যাটিং ডিপার্টমেন্ট। ব্যাট হাতে আজকে চরম ফ্লপ অধিনায়ক ইয়ন মরগান। বাকিরাও তেমন একটা কিছু ভালো করলেন না। ভারতের বোলিং ডিপার্টমেন্ট বেশ ভালো প্রদর্শন করলো। ভারতের হয়ে ৩টি উইকেট তুলে নিলেন তরুণ জোরে বোলার শারদুল ঠাকুর। অন্যদিকে, ভুবনেশ্বর ঝুলিতে এলো ২টি উইকেট। একটি করে উইকেট তুলে নিলেন নটরাজন এবং হার্দিক। এই ম্যাচে জয়ের ফলে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বেশ একটা ভালো জায়গা তৈরি করে ফেললো টিম ইন্ডিয়া।