T-20 বিশ্বকাপ ফাইনাল দেখতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুবাইতে আমন্ত্রণ জানালেন সৌরভ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/10/2021   শেষ আপডেট: 28/10/2021 9:35 a.m.
সৌরভ গাঙ্গুলী ও মমতা ব্যানার্জি facebook.com/MamataBanerjeeOfficial/, /OfficialSCGanguly/

তবে কি এবার দুবাইতে পাড়ি দেবেন বাংলার মুখ্যমন্ত্রী?

আইসিসি মেন্স টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ (ICC Men's T-20 World Cup) ফাইনালে দুবাইয়ের গ্যালারিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির থাকলেও তাতে বিষ্ময়ের কিছু নেই। হ্যাঁ, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই বিশেষ দিনের ক্রিকেট ম্যাচটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, এমনটাই খবর নবান্ন সূত্রে। তবে মুখ্যমন্ত্রী ওই বিশেষ আমন্ত্রণে সাড়া দিয়ে সেখানে উপস্থিত থাকতে পারবেন কিনা, তা এখনো জানা যায়নি।

বর্তমানে তিঁনি রয়েছেন উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের সফর শেষ করেই গোয়ায় উড়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কিছু কর্মসূচি রয়েছে তাঁর এবং সেগুলো শেষ করেই কলকাতায় ফিরবেন। গোয়া সফর শেষ হবার পর স্পষ্ট হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় দুবাই যেতে পারবেন কিনা।

তবে ক্রীড়া ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নতুন কিছু নয়। এর আগেও ২০১৭ সালে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচটি কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হয়। সেখানেও ছিল তাঁর উজ্জ্বল উপস্থিতি। কলকাতা নাইট রাইডার্সের খেলাতেও সামিল ছিলেন তিঁনি। তবে দেশের বাইরে গিয়ে খেলা উপভোগ করার জন্য এই প্রথমবার ডাক পড়লো।

প্রসঙ্গত উল্লেখ্য, এবারের এই টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। দেশের করোনা পরিস্থিতিতে বাধ্য হয়ে আমিরশাহী ও ওমানে ম্যাচ সরাতে হয়েছে। তবে এদেশে বিশ্বকাপ আয়োজিত হলে কলকতার ইডেনে কোনো ম্যাচ রাখা হলে তা উপভোগ করতে নিশ্চিতভাবেই বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হতো বলে মনে করছেন অনেকেই। তবে এখন মহারাজের আমন্ত্রণে সাড়া দিয়ে ফাইনাল ম্যাচ দেখতে মুখ্যমন্ত্রী দুবাই রওয়ানা হন কিনা, সেটাই দেখার।