দিওয়ালির আগেই বিকোবে JioPhone Next, দেখে নিন স্পেসিফিকেশনস
অ্যান্ড্রয়েড গো নিয়ে হাজির হচ্ছে JioPhone Next
অপেক্ষা প্রায় শেষ। গণেশ চতুর্থীতে লঞ্চ করার কথা থাকলেও কিছু সমস্যা থাকায় তা পিছিয়ে যায়। এবার দিওয়ালির আগেই লঞ্চ হতে চলেছে JioPhone Next। তবে Jio তরফে এই ফোনের কোনো স্পেসিফিকেশন এতদিন প্রকাশ্যে না আসায় এটা কেনার ব্যপারে ধন্দে ছিলেন গ্রাহকরা। তবে এবার গুগল প্লে কনসোলে এই ফোনটি নথিভুক্ত হওয়ায় বেশ কিছু স্পেসিফিকেশন সামনে এসেছে।
কি কি বিশেষত্ব এই ফোনের? জেনে নিন একনজরে,
১. এটির অপারেটিং সিস্টেম হবে অ্যান্ড্রয়েড গো ১১
২. ডিসপ্লে : ৫.৫ ইঞ্চি, HD+ (১৪৪০x৭২০ পিক্সেল রেজোলিউশান)
৩. প্রসেসর : কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 215 চিপসেট
৪. ব্যাটারি : ২,৫০০ mAh
৫. রিয়ার ক্যামেরা : ১৩ মেগাপিক্সেল
৬. ফ্রন্ট ক্যামেরা : ৮ মেগাপিক্সেল
৭. RAM : সম্ভাব্য ২ জিবি ও ৩ জিবিতে উপলব্ধ হবে
দামের ব্যাপারে এখনই স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। ইটি নাউ-এর এক রিপোর্টে বলা হয়েছে, JioPhone Next-এর বেস ভেরিয়েন্টের দাম হতে পারে ৫,০০০ টাকা আবার অন্যদিকে অ্যাডভান্স ভেরিয়েন্টের দাম হতে পারে ৭,০০০ টাকা। ৩জিবি RAM ও ৬৪জিবি internal storage ওয়ালা ফোনের দাম হতে পারে ৭০০০টাকা।
আরও কিছু বিশেষ আকর্ষণীয় বিষয় থাকছে এই ফোন কেনার সময়। মাত্র ১০% ডাউনপেমেন্ট করেই কেনা যাবে ফোনটি। অর্থাৎ ফোনের দাম ৭০০০ টাকা হলে ৭০০ টাকাতে কিনে বাকিটা মাসিক কিস্তিতে মেটানোর সুবিধা থাকবে। এমনকি এই ফোনের ইন্টারনেট প্ল্যানে এক বছরের ছাড়ও দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।