করোনা ভাইরাস কি সিগারেটের ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ছে? দেখুন কি বলছেন বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10/05/2021   শেষ আপডেট: 10/05/2021 8:44 a.m.

সুরক্ষিত থাকার এইসব উপায় জানালেন বিশেষজ্ঞরা

করোনা ভাইরাসের আক্রমণ শুরু হবার সঙ্গে সঙ্গে বেশ কিছু তথ্য সামনে আসা শুরু হয়েছিল যদি দাবী করা হচ্ছিল করোনা ভাইরাস নাকি একেবারে হাওয়ার মতো ছড়িয়ে পড়ে। অনেকের মনে ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছিল, করোনা ভাইরাস বায়ুর মধ্যে বিভিন্ন ধূলিকণার মতো ঘুরে বেড়াচ্ছে, আপনি যেখানেই থাকুন না কেন করোনা আক্রান্ত হবেন। এই তথ্য কিন্তু সম্পূর্ণ সঠিক নয়। বিশেষজ্ঞরা এই নিয়ে আলোকপাত করলেন এবং তারা জানালেন বায়ুবাহিত হলেও কিন্তু, এই ভাইরাস বায়ুতে দূষণের মতো ছড়িয়ে পড়ে না। আপনি গ্রহণ করলেই যে করোনা ভাইরাস আপনার শরীরে ঢুকে পড়বে সেরকম কিন্তু নয়। শুক্রবার ইউনাইটেড স্টেটস সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল একটি অ্যাডভাইজারি জারি করে জানিয়ে দিয়েছে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে বিস্তর লেখা এবং তথ্য ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু এর মধ্যে বেশ কিছু তথ্য ভুল রয়েছে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনাভাইরাস নিকটে থাকা ব্যক্তিকে আক্রমণ করতে পারে বটে কিন্তু আপনি যদি সংক্রমিত ব্যক্তির থেকে তিন থেকে ছয় ফুটের মধ্যে থাকেন তাহলেই কিন্তু আপনি আক্রান্ত হতে পারবেন। সেই পরিস্থিতিতে যদি আপনি শ্বাস-প্রশ্বাস গ্রহণ করেন, তার সঙ্গে কথা বলেন কিংবা শরীর চর্চা করেন, অথবা সেই ব্যক্তি যদি সামনে হাঁচি বা কাশি দেয় তাহলে আপনার শরীরে করোনা ভাইরাস ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যেখানে বাতাস চলাচল কম করে সেখানে এই সম্ভাবনা অনেকটা বেশি। কমপক্ষে ৩০ মিনিট থেকে ১ ঘন্টা পর্যন্ত এই কনা স্থগিত থাকতে পারে। কিন্তু এয়ারবর্ন মানে কখনই এটা নয় যে এই করোনা ভাইরাস সিগারেটের ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ে। আপনি যদি আক্রান্তের থেকে দূরে থাকেন তাহলে আপনি করোনা আক্রান্ত হবেন না। যতটা সম্ভব মাস্ক পরার চেষ্টা করুন এবং করোনা আক্রান্ত রোগীদের থেকে দূরে থাকুন।