ধূমপান করলেই করোনার পর মৃত্যুর সম্ভাবনা ৫০ শতাংশ বৃদ্ধি পায়, সতর্ক করল WHO
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ধূমপায়ীদের জন্য "কুইট চ্যালেঞ্জ" শুরু করছে
গত বছরের মার্চ মাস থেকে বিশ্বজুড়ে সংকটের আরেক নাম করোনা ভাইরাস (Corona Virus)। চলতি বছরের শুরুতে এই রোগের প্রকোপ অনেকটা কমলেও এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতের বুকে। এই পরিস্থিতিতে সম্প্রতি জানা গেছে যে ধূমপায়ীদের জন্য অনেক বেশী বিপদজনক হয়ে উঠতে পারে করোনা ভাইরাস। যারা ধূমপান করেন তাদের করোনা ভাইরাস থেকে ভয়ঙ্কর অসুখ হওয়া ও মৃত্যুর আশঙ্কা সাধারণ মানুষের তুলনায় ৫০ শতাংশ বেশি। এমনটাই জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা "হু" (WHO) প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস (Tedros Adhanom Ghebreyesus)।
সম্প্রতি ধূমপান বিরোধী একটি প্রচার চালাচ্ছে হু। সেখানেই সংস্থার প্রধান জানিয়েছেন, "ধূমপায়ীরা করোনায় সংক্রমিত হলে সেখান থেকে ক্যান্সার, হৃদরোগ ও অন্যান্য শ্বাসকষ্টজনিত অসুখ হতে পারে। এখন যে সমস্ত মানুষ ধূমপান করে তাদের করোনার পর গুরুতর অসুখে আক্রান্ত হওয়ার বা মৃত্যুর সম্ভাবনা ৫০ শতাংশ বেশি। তাই এই মহামারী থেকে বাঁচতে ধূমপান ছেড়ে দিন।" এছাড়াও তিনি সমস্ত দেশকে তামাক মুক্ত পরিবেশ উপহার দেওয়ার জন্য উৎসাহিত করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগামী ৬ মাস হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, উইচ্যাট ইত্যাদি মেসেজিং প্লাটফর্মে "কুইট চ্যালেঞ্জ" বা ধূমপান ছাড়ার ব্যাপারে প্রচার করবে। তার পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড হর্ষ বর্ধনকে বিশেষ পুরস্কারে সম্মানিত করছেন কারণ তিনি ২০১৯ সালে ই-সিগারেট নিষিদ্ধ করেছিলেন এবং দেশজুড়ে তামাক সেবনের বিরুদ্ধে সকলকে সচেতন করেছিলেন।