মোদি এবং অমিত শাহকে কেন ব্যান করা হচ্ছে না? নির্বাচন কমিশনের কাছে আর্জি নিয়ে তৃণমূল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/04/2021   শেষ আপডেট: 15/04/2021 2:28 a.m.
twitter.com/BanglarGorboMB

তৃণমূলের অভিযোগ, নির্বাচন কমিশন তৃণমূলের সঙ্গে পক্ষপাতিত্ব করছে

নির্বাচনী প্রচারে গিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী এবং এই কারণ দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার ২৪ ঘন্টার জন্য স্থগিত করে দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। নিষেধাজ্ঞা ওঠার অবহিত করে এবারে মোদি এবং অমিত শাহকে ব্যান করে দেওয়ার দাবি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দল কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল বহুদিন ধরে। মঙ্গলবার রাতে তৃণমূল নেত্রী প্রচারের ওপর নিষেধাজ্ঞা উঠে গেছে। বুধবার তিনি বেশ কয়েকটি সভা করেছেন বলেও জানা যাচ্ছে। তবে, তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধিদল এদিন গিয়ে পৌঁছলো দিল্লির নির্বাচন কমিশনের দপ্তরে।

নির্বাচন কমিশনকে দ্বারা চিঠি দিয়ে জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় কে গুন্ডা আখ্যা দিয়েছেন। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ধরনের মন্তব্য করে চলেছেন। তাদের বিরুদ্ধে কেন কমিশন ব্যবস্থা নিচ্ছে না। সমস্ত কোপ কেন শুধুমাত্র তৃণমূলের ওপরে? তৃণমূল দাবি করেছে যেন পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রচার সম্পূর্ণরূপে ব্যান করে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর থেকে নির্বাচন নিষেধাজ্ঞা ওঠার পরেই একের পর এক ম্যারাথন দুটি সভা করেন তিনি বারাসাতে। রাত্রি অনেকটা হয়ে গেলেও এই সবাই ছিল বেশ ভিড়। তিনি সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্বাচনী প্রচারে নিয়ে প্রশ্ন তুলেছিলেন।