উড়ালপুলের ভারবহন ক্ষমতা কতটা? তা মাপতে বন্ধ থাকবে পাঁচ ব্যস্ত উড়ালপুল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/11/2021   শেষ আপডেট: 17/11/2021 2:06 p.m.
হাওড়া ব্রিজ, কলকাতা

শহরের গুরুত্বপূর্ণ পাঁচটি উড়ালপুল বন্ধ থাকবে

করোনা (Covid) পরিস্থিতি সামলে স্বাভাবিক ছন্দে ফিরেছে শহর কলকাতা (Kolkata)। খুলেছে সরকারি-বেসরকারি অফিস, গতকাল থেকেই স্কুল-কলেজে দেখা গেছে পুরোনো চিত্র। কাজেই রাস্তায় বেড়েছে যানজট। এরই মধ্যে খবর মিলেছে, শহরের গুরুত্বপূর্ণ পাঁচটি উড়ালপুল বন্ধ থাকবে। জানা যাচ্ছে, শহরের উড়ালপুলের ভারবহন ক্ষমতা কতটা, তা সরেজমিনে মেপে দেখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখনও সরাসরি জানানো হয়নি, আদৌ বন্ধ থাকবে কিনা। কিংবা বন্ধ থাকলেও কবে থেকে বন্ধ হবে।

সম্প্রতি কলকাতা পুলিশের সঙ্গে এইচআরবিসির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নভেম্বরের শেষের দিকে পার্ক স্ট্রিট উড়ালপুলের ভারবহন ক্ষমতা মেপে দেখা হবে। তারপর পর্যায়ক্রমে শহরের বাকি ৪টি উড়ালপুলের ভারবহন ক্ষমতা মাপা হবে। তবে ভার মাপার সময় যানজট হলে চলবে না। তাই উড়ালপুল বন্ধ রাখারই আভাস মিলেছে।

কলকাতা পুলিশ সূত্রে খবর, প্রতিটি উড়ালপুলের ভার মাপতে সময় লাগে আড়াই দিন। কিন্তু শহরের ব্যস্ত উড়ালপুল আড়াই দিন ধরে বন্ধ রাখা হলে যানজট মাত্রা ছাড়াবে। তাই ধাপে ধাপে এই উড়ালপুলের ভারবহন ক্ষমতা মেপে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।