Weather Update: জাঁকিয়ে শীত কলকাতায়, বিভিন্ন জেলায় পারদ পতন অব্যাহত

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/01/2022   শেষ আপডেট: 04/01/2022 9:02 a.m.

জানুয়ারির শীতলতম দিন আজই, তরতর করে নামছে তাপমাত্রার পারদ

নতুন বছরের শুরুতে মঙ্গলবারই জানুয়ারির শীতলতম দিন, বলছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার তাপমাত্রার পারদ নামতে পারে। এদিন শহর কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত কুয়াশার চাদরে ঢাকা। তবে কনকনে আবহাওয়া ঠিক কতদিন স্থায়ী হবে তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, এবারে শীতকালে মরশুমের শীতলতম দিন ছিল গত ২০ ডিসেম্বর। এদিন তাপমাত্রার পারদ ১১.২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। যদিও সেই রেকর্ড খুব বেশিদিন স্থায়ী হয়নি। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে উধাও হয়ে যায় শীতের কনকনে ভাব। আর চলতি মাসের শুরু থেকে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। তবে বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রা বাড়তে পারে বলছে হাওয়া অফিস। বর্তমানে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। কলকাতা -সহ বিভিন্ন জেলায় তাপমাত্রার পারদ কিছুটা নেমেছে। জেলাগুলিতে কুয়াশার প্রকোপ শুরু হয়েছে।

মৌসম ভবন সূত্রে খবর, কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে পাহাড়ি এলাকায় তুষারপাত এবং সমতলে বৃষ্টির সম্ভাবনা। যদিও উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে যার জেরে তাপমাত্রার পারদ চড়তে পারে। সপ্তাহান্তে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে। যদিও সোমবার থেকে রাজ্যের একাধিক জায়গায় পারদ পতন অব্যাহত। ব্যারাকপুরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় পারদ পতন অব্যাহত।