বারোয় 'বিবেকের ডাকে', তেইশে প্রধানের সাথে বঙ্গ বিজেপি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/01/2021   শেষ আপডেট: 09/01/2021 3:18 p.m.
twitter @BJP4Bengal

গেরুয়া শিবিরে প্রাক-নির্বাচনী প্রস্তুতি

স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আগামী ১২ ই জানুয়ারি 'বিবেকের ডাকে' নামক কর্মসূচিতে কলকাতার পথে নামবে বঙ্গ বিজেপি। এই কর্মসূচিতে রাজ্য বিজেপি সভাপতি দীলিপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় ও শুভেন্দু অধিকারীর মতো বঙ্গ বিজেপির হেভিওয়েট নেতৃত্বরা উপস্থিত থাকবেন বলেই সূত্রের খবর। গতদিনের নন্দীগ্রামের সভায় এই চারজন হাজির থাকলেও সভা চলাকালীন বিশৃঙ্খলায় শেষমেশ ভেস্তে যায় পরিকল্পনা। তাই পরিবর্ত হিসাবে ১২ই জানুয়ারিকে পথে নামার জন্য আদর্শ দিন হিসেবে স্থির করেছে গেরুয়া শিবির।

অন্যদিকে মূলত বুথস্তরীয় ক্রিয়কলাপ সুসম্পন্ন করার তাগিদে আগামী ২৩ শে জানুয়ারি নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি ওই দিন তিঁনি কলকাতা আসতেও পারেন, এমনটাও গুঞ্জন উঠেছে। প্রতিটি বুথে ন্যুনতম পঞ্চাশ জন বিজেপি নেতা কর্মীর উপস্থিতি সমেত ওই দিন ভিডিও কনফারেন্স চলাকালীন সময়ে সুভাষচন্দ্রের ছবিতে মাল্যদান ও মোমবাতি প্রজ্বলনের ব্যবস্থা করা হবে। নেতাজীকে সন্মান জ্ঞাপন সম্পন্ন করে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী। বাংলার নির্বাচনে কেন্দ্রীয় শক্তি আরও জোরালো করার উদ্দেশ্যেও বার্তা দেবেন বলে জানা গেছে।