বিজেপি নেতা মণীশ শুক্ল খুনে গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/10/2020   শেষ আপডেট: 06/10/2020 4:23 p.m.
মণীশ শুক্ল

রাজনৈতিক আক্রোশ নয় ব্যক্তিগত শত্রুতার জেরে খুন?

মণীশ শুক্ল খুন কাণ্ডে মহম্মদ খুররম এবং গুলাব শেখ নামে দুজনকে গ্রেফতার করলো পুলিশ। পুলিশ জানাচ্ছে পেশায় ব্যবসায়ী খুররম ব্যক্তিগত আক্রোশ থেকেই মণীশকে খুন করার প্ল্যান করে এবং যোগাযোগ করে শুটার গুলাব শেখের সাথে।

জানা যাচ্ছে খুররমের বাবা সিপিএম করতেন। তিনিও খুন হন। সেই খুনে নাম ছিল মণীশ শুক্লর। ফলে ওই এলাকায় খুররম-মণীশ শত্রুতা বহু চর্চিত। CID তদন্তভার নেওয়ার পরই সিসিটিভি ফুটেজ দেখে একজন আততায়ীকে শনাক্ত করে। পরে গ্রেফতার করা হয় খুররমকে।

ফলে মণীশ খুন কাণ্ডে রাজনৈতিক যোগ দেখছেন না পুলিশ। কিন্তু বিজেপি এই তত্ত্ব মানতে নারাজ। তারা এখনও তৃণমূলকে দোষী বলে দাবী করছে। CID করা তদন্ত থেকে কয়েকটি চাঞ্চল্যকর দিক উঠে এসেছে। প্রথমত, খুনের দিনই কেন ছুটি নিলেন মণীশের দেহরক্ষী তার কোনো স্পষ্ট উত্তর পাওয়া যাচ্ছে না। দ্বিতীয়ত, দেহরক্ষী না থাকলে মণীশ নিজের কাছে লাইসেন্সড পিস্তল রাখতো। কিন্তু লাইসেন্স যাচাইয়ের জন্য সেটা জমা ছিলো পুলিশের কাছে।

এই যাবতীয় তথ্য আততায়ীদের কাছে ছিল বলে অনুমান করছে পুলিশ। ফলে মনীশের কাছের কেউ এই ঘটনার সাথে যোগ থাকতে পারে বলে অনুমান পুলিশের।