এবার পুজোর চমক মূর্তি 'মমতা'

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/09/2021   শেষ আপডেট: 02/09/2021 9:25 p.m.
youtube.com/watch?v=aG9Bz7nTQB0

মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গা মূর্তি

দুর্গাপুজো নিয়ে কলকাতার বড় পুজোগুলির মধ্যে শুরু হয়ে গিয়েছে থিমের লড়াই। কে কাকে টেক্কা দেবে এই নিয়ে চলছে প্রতিযোগিতা। এর মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তি বানিয়ে সবাইকে চমক দিতে চলেছে কলকাতার তিনটি সংস্থা। এখানে মুখ্যমন্ত্রীকে দেবী দুর্গার স্থানে বসিয়ে পুজো করা হবে।

এই মূর্তি তৈরির প্রসঙ্গে নজরুল পার্ক উন্নয়ন সমিতির ভাইস প্রেসিডেন্ট বলেন, বাংলার প্রতিটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গার বলেই মনে করেন। প্রতিটি মানুষের জন্য সর্বদা সাহায্যের জন্য এগিয়ে আসেন তিনি। রাজ্যের মানুষের সুবিধার্থে তাঁর পরিকল্পিত প্রকল্পগুলি বিশ্বের দরবারে স্থান পেয়েছে।

প্রসঙ্গত, রাজ্যের মানুষের জন্য দুয়ারে সরকার প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এর মধ্যে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, পড়ুয়াদের জন্য স্টু়ডেন্ট ক্রেডিট কার্ড সহ একাধিক প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এই নিয়ে দ্বিতীয় দফায় গোটা রাজ্য জুড়ে চলছে দুয়ারে সরকার প্রকল্প।