দিলীপ ঘোষের প্রতি হঠাৎই সহমর্মিতা বাড়ছে তথাগত রায়ের!

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/11/2021   শেষ আপডেট: 13/11/2021 2:32 p.m.

দিলীপ ঘোষকে 'দাবার অসহায় ঘুঁটি' বলে ব্যাখ্যা করলেন তথাগত রায়

বিধানসভা নির্বাচনের আগে নানান হুঁশিয়ারি উঠলেও, ভোটের ফলাফলের পর আর মুখ লোকানোর জায়গা পায়নি বিজেপি (BJP)। এরপরেই ক্রমশ চলছে বিজেপির গোষ্ঠীদন্দ্ব। একের পর এক টুইটে কার্যত ঠান্ডা যুদ্ধ চলছে তথাগত রায় (Tathagata Roy) এবং দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিরুদ্ধে। এবার ফের দিলীপ ঘোষকে 'দাবার অসহায় ঘুঁটি' বলে ব্যাখ্যা করলেন তিনি।

এদিন টুইটে বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়, দিলীপ ঘোষকে ট্যাগ করে লেখেন, "যত বেশি জানতে পারছি দিলীপ ঘোষের প্রতি আমার সহমর্মিতা ততই বাড়ছে। কেন্দ্রীয় নেতারা তাঁকে কার্যত অসহায় দাবার ঘুঁটিতে পরিণত করেছিল। দিলীপও তাই বলেছেন। পশ্চিমবঙ্গে বিজেপির আত্মহননের ঘটনা ধীরে ধীরে প্রকাশ্যে আসছে।"

এদিন টুইটে আরও একবার 'কেএসএ' টিমের কথা উল্লেখ করেছেন তিনি। 'কেএসএ' বলতে বিধানসভা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ এবং অরবিন্দ মেননকেই বোঝাতে চেয়েছেন তথাগত রায়।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই দিলীপ ঘোষের ইংরেজি বানান নিয়ে দলের অন্দরে বিতর্ক সৃষ্টি হয়েছিল তথাগত রায়ের টুইটে। একুশের নির্বাচনের পর থেকেই রাজ্য বিজেপি নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়েছেন তথাগত রায়।