DA নিয়ে আবার আইনি জটিলতা? নতুন মামলা করে দিন পিছোতে চাইছে রাজ্য?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 30/11/2020   শেষ আপডেট: 30/11/2020 2:26 p.m.
কলকাতা হাইকোর্ট

রাজ্যের করা নতুন মামলা নিয়ে ধন্ধে সরকারি কর্মচারীরা

খুব সম্ভবত ১৬ ডিসেম্বরের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা (DA) মিলছে না রাজ্যের সরকারি কর্মচারীদের। কারণ ১৬ ডিসেম্বর বকেয়া DA মেটানোর দিন হলেও তার আগেই প্রশাসনিক ট্রাইব্যুনাল (SAT)-এর নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করলো রাজ্য সরকার। ফলে এখন এই মামলার রায় ১৬ ডিসেম্বরের মধ্যে না এলে বকেয়া মহার্ঘ ভাতা পেতে আরও অপেক্ষা করতে হবে সরকারি কর্মচারীদের।

ঘটনাপ্রবাহ দেখলে দেখা যাবে, ২০১৭ সালে SAT জানায় মহার্ঘ ভাতা বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। কিন্তু সেই নির্দেশকে মান্যতা দেয়নি কলকাতা হাইকোর্ট। তারা জানায় মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের নায্য অধিকার। সেটা দেওয়া না দেওয়া কখনই রাজ্য সরকারের মর্জিমতো হতে পারে না। এরপর গতবছর জুলাইয়ে SAT জানায় তিনমাসের মধ্যে বকেয়া হিসেব করে তার পরবর্তী ৬মাসের মধ্যে তা মেটাতে হবে রাজ্য সরকারকে। অর্থাৎ ২০০৯ থেকে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হওয়ার আগে পর্যন্ত যাবতীয় বকেয়া মিটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় এইবছর। কিন্তু রাজ্য সরকার এই নির্দেশ পুনর্বিবেচনার অনুরোধ জানায় SAT-কে। সেই অনুরোধ নাকচ হওয়ার পর এইবছর ১৬ ডিসেম্বর পর্যন্ত সময় ছিল রাজ্য সরকারের হাতে। কিন্তু তার মাঝেই এই মামলা। ফলে ঠিক কবে বকেয়া DA পাওয়া যাবে সেই বিষয়ে যথেষ্ট ধন্ধে সরকারি কর্মচারীরা।