নজির গড়ল SSKM, গলায় আটকে যাওয়া কৌটো বের করে প্রাণ ফেরাল ৮ মাসের শিশুর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/03/2022   শেষ আপডেট: 04/03/2022 7:35 p.m.
-

শ্বাস নেওয়া তো দূর, লালাটুকুও গিলতে পারছিল না শিশুটি

ফের নজির গড়ল এসএসকেএম হাসপাতাল (SSKM HOSPITAL)। ৮ মাসের শিশুকে প্রাণ দিল এসএসকেএম। নিউটাউনের বাসিন্দা ৮ মাসের এক শিশুর গলায় আটকে গিয়েছিল কাজলের কৌটো। কাজেই শ্বাস নেওয়া তো দূর, লালাটুকুও গিলতে পারছিল না শিশুটি। প্রথমে সল্টলেকে সেবা হাসপাতাল এরপর এনআরএসে গিয়েও হয়নি লাভ। বরং পরিবারের অভিযোগ, এনআরএস-এ নিয়ে আসা হলে প্রায় ৪০ মিনিটের বেশি তাঁদের ঘোরানোর পর জানানো হয়, শিশুকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যেতে।

পরিবার সূত্রের খবর, এসএসকেএমে নিয়ে যাওয়া হলে দ্রুত শিশুকে এমারজেন্সি বিভাগে নিয়ে গিয়ে গলায় আটকে থাকা কৌটো বের করা হয়। বর্তমানে শিশু এসএসকেএম হাসপাতালের মেন ব্লকে ভেন্টিলেশনে চিকিৎসাধীন। সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর শিশুর শারীরিক অবস্থার সম্পর্কে আরও বিস্তারিত জানানো যাবে।