এসএসসি দুর্নীতি কাণ্ডে নাম জড়াল মুকুল-পুত্র শুভ্রাংশু এবং অখিল গিরির নাম, চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/04/2022   শেষ আপডেট: 27/04/2022 9:34 a.m.
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার twitter.com/DrSukantaBJP/

আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি রাজ্য বিজেপির

স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি কাণ্ডে এবার নাম জড়াল মুকুল-পুত্র শুভ্রাংশু রায় এবং রাজ্যের ভারপ্রাপ্ত মৎস্যমন্ত্রী তথা পূর্ব মেদিনীপুরের রামনগরের বিধায়ক অখিল গিরির নাম। অভিযোগ তুলেছেন খোদ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। এদিন এক সাংবাদিক সম্মেলনে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি।

ঠিক কী বলেছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার? রাজ্য বিজেপির সদর দফতর থেকে এক সাংবাদিক সম্মেলনে তাঁর বক্তব্য, "আমরা বারবার অভিযোগ করেছি এসএসসি-র নিয়োগে অনেক বড় দুর্নীতি হয়েছে। মেধাতালিকা অনুযায়ী নিয়োগ হয়নি। বরং বেছে বেছে তৃণমূলকর্মীদের চাকরি দেওয়া হয়েছে। এখন আদালতও মনে করছে এসএসসি নিয়োগে দুর্নীতি হয়েছে।"

রাজ্যের গেরুয়া শিবিরের অভিযোগ, এসএসসি নিয়োগে বড়সড় দুর্নীতি হয়েছে। ২০১৩ সালে মুকুল-পুত্র শুভ্রাংশু রায় বিধায়ক থাকাকালীন ৯২ জনের নাম ও রোল নম্বর লিখে সুপারিশ করেছিলেন। সেই সুপারিশ স্কুল সার্ভিস কমিশনের কাছে পৌঁছায়। সেই তালিকায় শুভ্রাংশু রায়ের সই এবং বিধায়কের শিলমোহর ছিল। তিনি পূর্ব মেদিনীপুরের রামনগরের বিধায়ক অখিল গিরি এবং বলাগড়ের তৎকালীন বিধায়ক অসীম কুমার মাঝির বিরুদ্ধেও চাঞ্চল্যকর অভিযোগ করেছেন।

উল্লেখ্য, গতকাল বিজেপির বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। একের পর এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসতে থাকে। তারপর বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ করেন। আগামী দিনে স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিকের আগে নিয়োগ হওয়া সমস্ত নিয়োগের বিরুদ্ধে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।