"বিশ্বাসঘাতকতার ঘা এখনও আমার পিঠে দগদগ করছে", বেহালার রোড শো থেকে মন্তব্য শোভনের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/02/2021   শেষ আপডেট: 02/02/2021 9:07 p.m.
-

বৈশাখী সঙ্গে এসেছে বলেই আমি বেহালায় এলাম বলে জানালেন শোভন চট্টোপাধ্যায়

আজ অর্থাৎ ২ রা ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলা বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হয়ে কলকাতার বেহালায় হুড খোলা জিপে রোড শো করলেন শুভেন্দু বৈশাখী জুটি। বেহালা পূর্বের বিধায়ক শোভন চট্টোপাধ্যায় আজ রোড শোতে উপস্থিত হয়ে বলেছেন, "বৈশাখী সঙ্গে রয়েছে বলেই আমি আজকে বেহালায় আসতে পেরেছি। মানুষের কাছে এসেছি আমি। কিন্তু এখন আমার পিঠটা খুললে দেখবেন বিশ্বাসঘাতকতার ঘা।" অন্যদিকে শোভন বান্ধবী বৈশাখী জানিয়েছেন, "শোভন ভোটে দাঁড়াতে চায় না। আধুনিক বেহালার রূপকার হচ্ছেন শোভন চট্টোপাধ্যায়। আমি মনে করি শোভনকে বেহালা পূর্ব থেকেই ভোটে দাঁড়ানো উচিত। বেহালার মানুষ ওকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।" তবে গেরুয়া শিবির শোভনকে আদেও টিকিট দেবে নাকি তার প্রশ্নের উত্তরে বৈশাখী জানিয়েছেন, "গেরুয়া সর্বোচ্চ নেতৃত্বরা যাকেই ভোটে দাঁড় করাবে, তার হয়ে আমরা প্রচার করব।"

প্রসঙ্গত আজ তিন বছর পর বেহালাতে পা রাখলেন শোভন চট্টোপাধ্যায়। তারইমধ্যে আজ তার স্ত্রী রত্না চট্টোপাধ্যায় শোভন বান্ধবী বৈশাখীকে কটাক্ষ করে বলেছিলেন, "উনি শোভনের সঙ্গে আসছেন বলে হয়তো বেহালার মানুষ ওকে কিছু বলবেন না। কিন্তু একবার শোভন চট্টোপাধ্যায়ের হাত ছেড়ে একা বেহালায় ঢুকে দেখাক। তখন বুঝবে বেহালার মানুষ ওকে কি করে!"এছাড়াও তিনি জানিয়েছিলেন, "ওরা মুখে মেকআপ আর গয়না পরে নবদম্পতির মতো সব জায়গায় ঘুরে বেড়ায়। বেহালাতে এবার আসছে। তবে বেহালার মানুষ ওদেরকে দেখে হাসবে। শোভনবাবুকে ওরা কিছু বলবে না। কিন্তু সব হিসাব ওরা নির্বাচনের ব্যালটে বিজেপিকে বুঝিয়ে দেবে।"