জেলে রাত কাটাতেই ভোল বদল, গালিগালাজ করা ছেড়ে দিয়েছেন রোদ্দুর রায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/06/2022   শেষ আপডেট: 11/06/2022 12:47 p.m.
facebook.com/roddurroyofficial

আগামী ১৪ জুন পর্যন্ত রোদ্দুর রায়কে পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত

যে রোদ্দুর (Roddur Roy Arrested) রায় সোশ্যাল মিডিয়ায় গালিগালাজ ছাড়া ভিডিও বানাতে পারেন না, এমনকি রাজনৈতিক কথা হোক কিংবা পারিপার্শ্বিক কোনও ঘটনা তুলে ধরতেও যার মুখে গালাগালির বন্যা, সেই রোদ্দুর রায়ই নাকি সহযোগিতা করছেন পুলিশের সঙ্গে। মুখে নাকি নেই একটুও গালাগালি! এমনটাই জানা গেল লালবাজার সূত্রে।

বারবারই নিজের ভিডিয়োতে অশালীন ভাষা প্রয়োগ করে বিতর্কে জড়িয়েছেন রোদ্দুর রায়। কখনও রবীন্দ্রনাথ ঠাকুরের গানে কুরুচিকর শব্দ প্রয়োগ করে, কখনও আবার শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে গত শনিবার একটি ভিডিয়ো পোস্ট করেন রোদ্দুর রায়। তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ শাসকদলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে আপত্তিকর ভাষা প্রয়োগ করে একটি লাইভ করেছিলেন রোদ্দুর রায়।

আর তাতেই শুরু হয় বিতর্ক। শেষে থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে গোয়া থেকে গ্রেফতার করা হয় রোদ্দুর রায়কে। বর্তমানে রোদ্দুর রায়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ৪১৭, ১৫৩, ১৫৩এ, ৪৬৫, ৪৬৭, ৪৬৮, ৪৬৯, ৫০১, ৫০৪, ৫০৫ এবং ৫০৯ ধারায় মামলা রুজু হয়েছে।

আগামী ১৪ জুন পর্যন্ত রোদ্দুর রায়কে পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।