কলকাতার বুকে পথ দুর্ঘটনা, মৃত্যু ১জনের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/01/2022   শেষ আপডেট: 28/01/2022 10:40 a.m.
বাইক দুর্ঘটনা Pixabay

বেলাগাম গতিতে বেঘোরে গেল প্রাণ, আহত ৪ জন

খোদ কলকাতার বুকে ফের পথ দুর্ঘটনা (Kolkata Road Accident)। বৈষ্ণবঘাটা পাটুলিতে (Baishnabghata Patuli) চাঞ্চল্যকর এই পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৪ জন। সূত্র মারফৎ জানা গেছে, দাঁড়িয়ে থাকা একটি বাসের পিছনে ধাক্কা মারে একটি চারচাকার গাড়ি। বাঘাযতীন ফ্লাইওভারের দিক থেকে গড়িয়ার ঢালাই ব্রিজের দিকে যাচ্ছিল গাড়িটি। যাওয়ার পথেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা মারে। সত্ত্বর বাঘাযতীন হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত ব্যক্তিদের, সেখানেই এক জনের মৃত্যু হয়। আহত চারজনের অবস্থাও গুরুতর বলেই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

দুর্ঘটনার খবর পেয়েই দুর্ঘটনাস্থলে আসেন গড়িয়া ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা। পুলিশের প্রাথমিকভাবে অনুমান, মদ্যপ অবস্থায় অত্যন্ত দ্রুতগতিতে বেপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তবে কোনও যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে গাড়িতে ৫ জন যাত্রী ছিলেন এবং তারা প্রত্যেকেই দক্ষিণ ২৪ পরগণা জেলার ডায়মন্ড হারবারের হোটরের বাসিন্দা। তারা শোভাবাজারের দিক থেকে আসছিলেন, তবে হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি বলেই খবর পুলিশ সূত্রে। সাতসকালে এ ধরনের দুর্ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় গড়িয়ার এই অঞ্চলে, গড়িয়ার এই অঞ্চলটি এমনিতে যোগাযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। ফলে এখানে দুর্ঘটনার জেরে যানজট তৈরি হলে, ব্যাপক অসুবিধায় পড়েন নিত্যযাত্রীরা। যদিও দুর্ঘটনার কিছুক্ষণ পরেই গড়িয়ার ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাস ও গাড়িটিকে উদ্ধার করে। কিছুক্ষণ পর যান চলাচল স্বাভাবিক হয়।