নিকাশি নালার মেরামতির জন্য ১৪ দিন আংশিক বন্ধ রেড রোড

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/06/2021   শেষ আপডেট: 05/06/2021 9:44 a.m.
রেড রোড Wikipedia By Biswarup Ganguly, CC BY 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=25547792

আজ থেকেই শুরু হবে কাজ, জেনে নিন বিকল্প রাস্তা

রেড রোডের ভূগর্ভস্থ নিকাশি নালার সংস্কারের জন্য আজ থেকে আগামী ১৪ দিন আংশিক বন্ধ রাখা হবে রেড রোড। অর্থাৎ আগামী ১৭ ই জুন পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে রেড রোড ও সংলগ্ন রাস্তাগুলিতে। পুলিশ সূত্রে জানা গেছে, রেড রোডের জে কে আইল্যান্ডের নিকটবর্তী ময়দানে পূর্ত দফতরের তাঁবুর ঠিক সামনেই রাস্তার নীচে নিকাশি ব্যবস্থা সচল রাখতে যে কালভার্টটি রয়েছে তা দীর্ঘদিনের অব্যবস্থায় এবং ওপরের গাড়ি যাতায়াতের কারণে ক্রমশ নীচে বসে যাচ্ছে। খুব দ্রুত সেটিকে মেরামত না করলে বড় ক্ষতির মুখে পড়তে পারে শহরবাসী। তাই আজ থেকেই শুরু হচ্ছে কাজ।

পুলিশের মারফৎ আরও খবর, ওই কালভার্টটি ব্রিটিশ আমলে তৈরি তার রক্ষণাবেক্ষণ একেবারেই হয়নি বলা চলে। তাই আগামী ১৪ দিনের এই কর্মসূচিতে যান চলাচল নিয়ন্ত্রণের জন্যেও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লালবাজার সূত্রে খবর, আজ থেকে প্রথম সাত দিন রেড রোডের পশ্চিম প্রান্ত, অর্থাৎ ধর্মতলা-ডালহৌসির দিকের লেন দিয়ে গাড়ি চলাচল বন্ধ রাখা হবে। সেক্ষেত্রে, ধর্মতলামুখী সব গাড়িকে খিদিরপুর রোড দিয়ে এসে জে.কে. আইল্যান্ডের সামনে থেকে ডাফরিন রোড দিয়ে মেয়ো রোড হয়ে নেতাজি মূর্তির সামনে দিয়ে যেতে হবে। এর পরের সাত দিন আটকানো হবে রেড রোডের পূর্বদিকের রাস্তা, অর্থাৎ খিদিরপুরমুখো লেন। তাই পরবর্তী সাতদিন নেতাজি মূর্তি থেকে সব গাড়িকে মেয়ো রোড, ডাফরিন রোড হয়ে জে.কে. আইল্যান্ড ধরেই যেতে হবে। ডাফরিন রোড ও মেয়ো রোডে কোনোপ্রকার যানজট যাতে না হয়, সে ব্যবস্থা করা হবে। রেড রোডেও মোতায়েন করা হবে অতিরিক্ত পুলিশ বাহিনী এবং সাইনবোর্ডের মাধ্যমে বিকল্প পথনির্দেশিকা দেওয়া থাকবে।