শাহের ডাকে রাজীবকে রাজধানীতে উড়িয়ে নিতে বিমান আসছে কলকাতায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 30/01/2021   শেষ আপডেট: 30/01/2021 4:59 p.m.
রাজীব ব্যানার্জি facebook@rajib banerjee

ডুমুরজোলার সভা থেকেই গেরুয়া রুপে রাজীবের আত্মপ্রকাশের জল্পনা

আর বিলম্ব নয়। পরপর রাজ্যের বনমন্ত্রী ও বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর গতকাল রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফোন আসে রাজীবের কাছে। আর আজই কেন্দ্রীয় সরকারের পাঠানো বিশেষ বিমানে রাজধানী দিল্লির পথে উড়ে যাবেন রাজীব বন্দোপাধ্যায়। দিল্লিতে পৌঁছেই শাহের সাথে বৈঠকে যোগ দেবেন তিনি। দিল্লিতে ইজরায়েল দূতাবাসের সামনে বিষ্ফোরণের ঘটনায় বাংলা সফর বাতিল করতে হয় অমিত শাহকে। সেই মঞ্চেই রাজীবের বিজেপিতে যোগদানের সম্ভাবনা প্রবল হলেও তাতে স্বরাষ্ট্রমন্ত্রী না আসতে পারায় নিজের কাছেই ডেকে নিয়েছেন রাজীবকে।

বিজেপি সূত্র মারফত জানা গেছে বিশেষ বিমানে করে দিল্লি গিয়ে অমিত শাহের সাথে বৈঠক সেরে সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার সাথেও দেখা করবেন রাজীব বন্দোপাধ্যায়। আরও জানা যায় গতকালই শুভেন্দু অধিকারীর সাথে কথা হয়েছে রাজীবের। ডুমুরজোলার সভায় স্বরাষ্ট্রমন্ত্রী না আসতে পারলেও বাতিল হবেনা সভা এবং বঙ্গবাসীর জন্য অনেক 'চমক' অপেক্ষা করছে ওই মঞ্চে, এমনটাও ইঙ্গিত দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ওই সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে জেপি নাড্ডার পাশাপাশি স্মৃতি ইরানি বা রাজনাথ সিংহের আগমনের সম্ভাবনা জোরালো, সূত্রের দাবি এবং দিল্লি থেকে ফিরেই সেখানে যোগ দেবেন রাজীব। আজ বিকেল চারটে নাগাদ চার্টার্ড বিমানে করে রাজীব বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষালরাও দিল্লি উড়ে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। তবে রাজীবকে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাড়তি গুরুত্ব দিয়ে দেখছেন, তা বলাই বাহুল্য।