পার্থ চট্টোপাধ্যায়কে ২ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/07/2022   শেষ আপডেট: 23/07/2022 5:43 p.m.
facebook.com/ParthaCofficial

পাশাপাশি তাঁর জামিনের আবেদন খারিজ করা হয়েছে

এসএসসি (SSC) দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ২ দিনের ইডি (ED) হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। এরপর সোমবার আবারও তাঁকে এমপি এমএলএ আদালতে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি তাঁর জামিনের আবেদন খারিজও করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আজ হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা হওয়ার পর, দুপুরেই তাঁকে আদালতে পেশ করা হয়।

আদালতে পেশের পর ১৪ দিন হেফাজতের আবেদন জানান ইডি আধিকারিকরা। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা তাঁর জামিনের আবেদন জানান। দু’পক্ষের সওয়াল-জবাব শেষে বিচারক দু'দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন।

অন্যদিকে, মানসিকভাবে ভেঙে পড়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতার হওয়ার পর তিনি বারবারই বলেছেন, সমস্ত শেষ! তাঁর মানসম্মান সব সমস্ত নষ্ট হয়ে গেল। উল্লেখ্য, শুক্রবার সকাল ৭টা নাগাদ পার্থের নাকতলার বাড়িতে গিয়েছিলেন ইডির আধিকারিকেরা। শনিবার সকাল ১০টা নাগাদ পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেন ইডি আধিকারিকেরা।