মাত্র ১০০ টাকায় বাস-ট্রাম-লঞ্চে গোটা শহর ঘুরে দেখার সুযোগ!

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/01/2021   শেষ আপডেট: 21/01/2021 8:57 a.m.
instagram

আজ থেকেই কলকাতার একাধিক জায়গায় পাওয়া যাবে এই ‘বিশেষ পাস’

কাজের সূত্রে আপনাকে একাধিক রুটে যাতায়াত করতে হয়? নাকি আপনি কলকাতা ঘুরে দেখতে চান দিনভর? আপনার সুবিধার্থে এক বিশেষ ট্রাভেল পাসের ব্যবস্থা করলো রাজ্য পরিবহন নিগম। মাত্র ১০০ টাকার বিনিময়ে এই কার্ড কিনে আপনি গোটা কলকাতা জুড়ে নিগমের আয়তায় থাকা বাস-ট্রাম-লঞ্চে চড়ার সুযোগ পাবেন। একটি নির্দিষ্ট দিনের পাসে আপনি যতবার ইচ্ছে যেখানে ইচ্ছে যাতায়াতের সুযোগ পাবেন সারাদিন। তবে এই পাস দেখিয়ে কলকাতার বিশেষ ট্রাম ‘পাটরানি’ কিংবা বিনোদনমূলক লঞ্চে চড়ার সুযোগ মিলবে না। সুযোগ মিলবে না ‘৩৯ টাকায় গঙ্গা ভ্রমণ’—এরও। তবে লঞ্চের জন্য আলাদা একটি ১০০ টাকার টিকিট আছে। যাতে যাবতীয় লঞ্চে ওঠার পাশাপাশি গড়িয়াহাটের ট্রাম মিউজিয়ামও দেখা যাবে ফ্রি-তে।

নিগমের ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং আশা করছেন এই বিশেষ পাসের ফলে যেমন নির্ঝঞ্ঝাট হবে বাস ট্রাম লঞ্চে চড়া তেমনই আর্থিক সাশ্রয় হবে অনেক নিত্যযাত্রীর।

আজ থেকেই এই বিশেষ পাস পাওয়া যাবে সরকারি বাসস্ট্যান্ড, নিগমের নিজস্ব কাউন্টার এবং বাস ও ট্রাম কন্ডাক্টরদের কাছে। এছাড়াও হাওড়া ও শিয়ালদহ স্টেশনেও মিলবে এই বিশেষ পাস।