বিধাননগরে বিজেপি পার্টি অফিসের সামনে চলল গুলি, অভিযোগ অস্বীকার পুলিশের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/04/2021   শেষ আপডেট: 19/04/2021 4:53 a.m.

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই স্থানীয়রা তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে

বিধান নগরে ভোটগ্রহণ হয়ে গিয়েছে কিন্তু হিংসা এখনো পর্যন্ত চলছে সারা বিধান নগর জুড়ে। সল্টলেকে দুপুরে এজেন্টসহ বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দত্তাবাদে। সন্ধে নামার সঙ্গে সঙ্গে সেখানে গেরুয়া শিবিরের পার্টি অফিসের সামনে গুলি চলার অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে পুলিশ যাওয়া মাত্রই স্থানীয়দের বিক্ষোভের সামনে পড়ে তুমুল উত্তেজক পরিস্থিতি তৈরি হয়। রাত্রি ৯টা নাগাদ বিধান নগরের লাবনী এলাকায় বিজেপি পার্টি অফিসের সামনে এসে ২ জন দুষ্কৃতী গুলি চালিয়েছে বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই স্থানীয়রা তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে।

যখন বিজেপি কর্মীরা তাদেরকে ধরতে যান, তখন আবার তারা বাইক নিয়ে পুকুরে পড়ে যান। কিন্তু তারপরে তারা বাইক ফেলে চম্পট দেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। যদিও, তারা অভিযোগ জানাচ্ছেন কাউন্সিলরের নির্দেশে এই সমস্ত সন্ত্রাস তৈরি করা হচ্ছে বিধান নগরে। যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করছে পুলিশ।