ভোটগণনার আগের দিন রাজভবনে মহাগুরু মিঠুন চক্রবর্তী, জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/05/2021   শেষ আপডেট: 01/05/2021 5:11 p.m.
মিঠুন জগদীপ twitter.com/jdhankhar1, /mithunda_off

আগামীকাল ২ মে একুশে বাংলা বিধানসভা নির্বাচনের ভোট গণনা হবে

গত ২৯ এপ্রিল একুশে বাংলা বিধানসভা নির্বাচনের সমস্ত ভোটগ্রহণপর্ব সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে মোট ২৯৪ আসনে ভোটগ্রহণ হয়েছে। একাধিক বিধানসভা কেন্দ্রের হেভিওয়েট তারকারা তাদের পূর্ণ শক্তি দিয়ে ভোট প্রচার করেছিল। এরপর পরীক্ষার ফল হবে আগামীকাল অর্থাৎ ২ মে রবিবার। কিন্তু তার আগে বঙ্গ রাজনীতি তোলপাড় করেছে মহাগুরু মিঠুন চক্রবর্তী। বিজেপির তারকা ভোট প্রচারক আজ সকালে রাজভবনে উপস্থিত হন। রাজভবনে উপস্থিত হয়ে তিনি রাজ্যপাল জগদীপ ধনকড়ের সাথে দীর্ঘক্ষন বৈঠক করেন। নির্বাচনের ফল বেরোনোর আগের দিন হঠাৎ করে বিজেপি নেতার রাজ্যপালের সাথে সাক্ষাৎ করা স্বভাবতই বঙ্গ রাজনীতিতে জল্পনার সৃষ্টি করেছে।

মিঠুন চক্রবর্তীর সাথে ঠিক কি কারণে সাক্ষাৎ করেছিলেন রাজ্যপাল তা নিয়ে রাজভবনের তরফ থেকে কিছু জানানো হয়নি। অবশ্য সব জল্পনার অবসান ঘটিয়ে খোদ মহাগুরু বলেছেন, "আজকের বৈঠকে রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি। রাজ্যপালের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল এটি শুধুমাত্র।" প্রসঙ্গত, মিঠুন চক্রবর্তী অষ্টম দফা নির্বাচনে কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের ভোটার হিসাবে ভোট দেন। তিনি সাতসকালে ভোট দিতে গিয়ে বলেছেন, "এমন শান্তিপূর্ণ ভোট কখনো দেখিনি। সবাই ভোট দিন। ওটা আপনাদের অধিকার।"