মমতার মাস্টারস্ট্রোক : নিষেধাজ্ঞা উঠলে রাতেই জোড়া সভা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/04/2021   শেষ আপডেট: 13/04/2021 9:29 a.m.
twitter @TMC_Supporters

নিষেধাজ্ঞা উঠলেই আধ ঘণ্টার মধ্যে বারাসাত ও বিধাননগরে জোড়া সভা

গতকাল 'প্ররোচনামূলক' মন্তব্যের জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ২৪ ঘণ্টার জন্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। এ ঘটনা 'নজিরবিহীন' বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। এই ঘটনার প্রতিবাদে আজ কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণায় বসছেন মুখ্যমন্ত্রী। তার পাশাপাশি নিষেধাজ্ঞা ওঠার আধ ঘণ্টার মধ্যে জোড়া সভা করবেন মুখ্যমন্ত্রী তৃণমূল সূত্রে এমন খবর।

সিআরপিএফ সম্পর্কে 'প্ররোচনামূলক' মন্তব্য করায় আগেই নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রীকে শোকজ করেছিলেন। তার জবাবও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যদিও সেই জবাবে কমিশন সন্তুষ্ট নন। তার পাশাপাশি শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যুর ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের 'প্ররোচনামূলক' মন্তব্যে নির্বাচন কমিশন রাজ্যের আইন-শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা করেছেন। তাই সোমবার রাত ৮ টা থেকে মঙ্গলবার রাত ৮ টা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদে মুখ্যমন্ত্রী এক টুইট বার্তায় বলেছিলেন, "নির্বাচন কমিশনের এই অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মঙ্গলবার বেলা ১২ টায় কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণায় বসব।" মুখ্যমন্ত্রী মঙ্গলবার কেবল ধর্ণায় থেমে থাকেননি। মঙ্গলবার রাত ৮ টায় নিষেধাজ্ঞা উঠে যাওয়ার আধ ঘণ্টার মধ্যেই জোড়া সভা করবেন বারাসাত এবং বিধাননগরে। বারাসাতে অভিনেতা তৃণমূল প্রার্থী চিরঞ্জিৎ চক্রবর্তীর সমর্থনে এবং বিধাননগরে দমকল মন্ত্রী সুজিত বসুর সমর্থনে সূত্রের খবর।