গ্রেট ইন্ডিয়ান লুট চালাচ্ছে মোদী সরকার, কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/05/2022   শেষ আপডেট: 07/05/2022 5:55 p.m.
facebook.com/MamataBanerjeeOfficial/

লাগাতার পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে গ্রেট ইন্ডিয়ান লুট চালাচ্ছে দেশে

এক ধাক্কায় সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম বাড়ল ৫০ টাকা। কলকাতায় এখন ১৪.২ কেজি রান্নার গ্যাসের জন্য দাম দিতে হবে ১০২৬ টাকা। এমনিতেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। তার উপর ফের গ্যাসের দাম ৫০ টাকা বাড়তেই অগ্নিমূল্য বাজারে নাভিশ্বাস মধ্যবিত্তের। এবার এই নিয়ে কড়া ভাষায় কেন্দ্রের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, শনিবার কেন্দ্রীয় সরকারকে মুখ্যমন্ত্রীর বার্তা, "দেশবাসীকে যন্ত্রণা দেওয়া বন্ধ করুন।"

আজ, শনিবার টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, "দেশবাসীকে যন্ত্রণা দেওয়া বন্ধ করুক কেন্দ্রের মোদী সরকার। লাগাতার পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে গ্রেট ইন্ডিয়ান লুট চালাচ্ছে দেশে। মানুষকে বোকা বানানো হচ্ছে। সংবাদমাধ্যমকে চুপ থাকতে দেখে খারাপ লাগছে।"

প্রসঙ্গত, গ্যাসের লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে এদিন কলকাতায় অভিনব প্রতিবাদে নামলেন তৃণমূল নেতৃত্ব। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্ব শনিবার উনুন জ্বালিয়ে প্রতিবাদে নামে তৃণমূল। সারি সারি উনুন জ্বালিয়ে এদিন গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ জানান তাঁরা। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "আমরা অনেক সময় বলে থাকি অরণ্য আমাদের ফিরিয়ে দাও। তবে এবার বলছি উনুন আমাদের ফিরিয়ে দাও। দুদিন থাকলেন একজন মানুষ। তারপর রাতের অন্ধকারে উড়ে চলে গেলেন। আর এখানে গ্যাসের দাম বেড়ে গেল। মায়েরা, মেয়েরা উন্নত হতে চান। তাঁরা গ্যাসেই রান্না করতে চান। কিন্তু পরিস্থিতি যা তাতে, আমাদের ভাবতে হচ্ছে উনুন কীভাবে তৈরি করতে হয়।"

পাল্টা দিলীপ ঘোষ বলেন, "গ্যাস বিদেশ থেকে আনতে হয় বলে দাম বাড়ছে। কিন্তু বিদ্যুতের দাম কেন বাড়ছে? কেন এব্যাপারে পশ্চিমবঙ্গের সরকার ব্যবস্থা নিচ্ছে না।"