বাদাম কাকুর সঙ্গে লাইভে মদন মিত্র, গাইলেন গান, করলেন আর্থিক সাহায্য!

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/12/2021   শেষ আপডেট: 11/12/2021 7:42 p.m.
facebook.com/MadanMitraofficial

মুখ্যমন্ত্রীকে নিয়ে গান বেঁধে, ভাইরাল 'বাদাম কাকু' ভুবন বাদ্যকর এবার কলকাতার পুরভোটের প্রচারেও পা মেলালেন

বাংলাদেশের (Bangladesh) কাকলি ফার্ণিচারের (Kakali Furniture) পর, এবার বঙ্গ (West Bengal) মাতিয়ে বিদেশের মাটিতেও ব্যাপক সাড়া ফেলেছে 'কাঁচা বাদাম' (Kachabadam Song) গান। সোশ্যাল মিডিয়ায় (Social Media) এখন ট্রেন্ডিং-এ 'কাঁচা বাদাম' (Kachabadam) গান। সৌজন্যে বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। কাঁচা বাদাম বিক্রি করেই জীবন চলে তাঁর। আর এই পেশার সঙ্গেই তাঁর নেশা হল গান। তাই মজাদার গান গেয়েই আনন্দে বাদাম বিক্রি (#kachabadamsong) করেন তিনি।

'কাঁচা বাদাম' গানের পর আরও বেশ কয়েকটি গান শোনা গিয়েছে ভুবনবাবুর গলায়। তবে আমজনতার মন শুধু 'কাঁচা বাদাম' গানেই। এবার সেই ভাইরাল 'বাদাম কাকু' ভুবন বাদ্যকর কলকাতার পুরভোটের প্রচারেও পা মেলালেন। আজ পুরভোটের প্রচারে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তী। আর তাঁর হয়েই এদিন ভোট ময়দানে নামতে দেখা গেল ভুবন বাদ্যকরকে।

শোনা যায়, মুখ্যমন্ত্রীকে নিয়েও গান বেঁধেছেন বাদাম কাকু। তবে পুরভোটের কর্মসূচিতে পা মেলানোর দরুণ, আজ তাঁর সঙ্গে দেখা হয়ে গেল বাংলার 'কালারফুল বয়' কামারহাটির বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) সঙ্গে। কথা বললেন বেশ কিছুক্ষণ। আর তা সমস্ত কিছুই লাইভ (##MMlive) হল মদনবাবুর ফেসবুক হ্যান্ডেল থেকে। শেষে সকলের অনুরোধে কাঁচা বাদাম গানটি গেয়ে উঠলেন ভুবন বাদ্যকর, তাঁর সঙ্গে গলা মেলালেন খোদ মদন মিত্রও।

এদিন মদন মিত্রের লাইনে দেখা মিলল উপছে পড়া ভিড়। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দু'জনকে কথা বলতেও দেখা গিয়েছে ভিডিওতে। তবে কী কী কথা হল, তা শোনা যায়নি স্পষ্ট। সঙ্গে মদন মিত্র ঘোষণা করলেন, ভুবনবাবুকে ২০ হাজার টাকার সাহায্য করবেন। যাতে তিনি অনেক বড় দোকান করে কাজ করতে পারেন।